• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুয়াওয়ের পাশে এবার রাশিয়া

  প্রযুক্তি ডেস্ক

০৭ জুন ২০১৯, ১৩:০৬
হুয়াওয়ে
হুয়াওয়ের সাথে রাশিয়ার চুক্তি (ছবি : সংগৃহীত)

এবার ফাইভ জি সেবা উন্নয়নের জন্য হুয়াওয়ে রাশিয়ান টেলিকম কোম্পানি এমটিএসের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় আগামী বছর থেকে পরবর্তী প্রজন্মের জন্য প্রতিষ্ঠান দুটি ৫ জি সেবা উন্নয়নে কাজ করে যাবে।

রাশিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এ চুক্তি করেন। বৃহস্পতিবার (৬ জুন) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে একথা বলা হয়েছে।

সম্প্রতি হুয়াওয়ের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞার কারণে গুগল তার কিছু সেবা তুলে নেওয়ার ঘোষণা দেয়।

নিরাপত্তা ইস্যুতে আমেরিকাসহ পশ্চিমের বেশ কিছু দেশ হুয়াওয়েকে কে অবাঞ্ছিত ঘোষণা করার পর চীন রাশিয়ার সাথে চুক্তি করার এমন উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান এমটিএস জানিয়েছে, ফাইভ জি প্রযুক্তির উন্নয়ন ও পরিষেবাকে সমৃদ্ধ করার এ পাইলট প্রকল্প ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত চলবে।

এমটিএস মূলত গুগল থেকে হুয়াওয়ে যে সকল পরিষেবা পাবে না বা বঞ্চিত হবে সেগুলো নিয়ে কাজ করবে। হুয়াওয়েকে নিয়ে প্রযুক্তি বিশ্বে আমেরিকা ও চীনের মধ্যে অঘোষিত এক যুদ্ধ চলছে। ফলে হুয়াওয়েকে বেশকিছু পরিষেবা থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড