• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার ফোনের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিল হুয়াওয়ে

  প্রযুক্তি ডেস্ক

০২ জুন ২০১৯, ১৮:৩৩
হুয়াওয়ে
ছবি : সংগৃহীত

হুয়াওয়ের কয়েকটি মডেলের ফোনের উৎপাদন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ানের ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন।

হুয়াওয়ের তরফ থেকে নির্দেশ আসার পরই ফক্সকন ফোন উৎপাদনে কাঁটছাট করে। প্রতিষ্ঠানটি হুয়াওয়ে ছাড়াও অ্যাপল ও শাওমির ফোন তৈরি করে।

চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট গোপন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে এ ব্যাপারে ফক্সকন বিস্তারিত কিছু জানায়নি। শুধু তাই নয়, হুয়াওয়ের এটা স্বল্প মেয়াদি নাকি দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত তাও জানা যায়নি।

গত বছর চীনের এই টেক জায়ান্টটি বাজারে ২০ কোটি স্মার্টফোন সরবরাহ করেছিল। তারা যদি একই ধারাবাহিকতা বজায় রাখতে পারত,তাহলে আগামী বছর নাগাদ তারা শীর্ষ স্মার্টফোন নির্মাতাকারীর আসনে বসতো।

তবে গত মে মাসে মার্কিন সরকার প্রতিষ্ঠানগুলোর হুয়াওয়ের বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর এখন পর্যন্ত গুগল, ইন্টেল, কোয়ালকম, ব্রডকম ও এআরএম হুয়াওয়ের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বাতিল করেছে। আর গুগলের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় নতুন ডিভাইসে তারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবে না।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড