• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিন মাসে ২শ কোটি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে ফেসবুক

  প্রযুক্তি ডেস্ক

২৫ মে ২০১৯, ০১:৫৩
ফেসবুক ভুয়া অ্যাকাউন্ট
ফেসবুক ভুয়া অ্যাকাউন্ট (ছবি- প্রতীকী)

চলতি বছরের শুরু থেকে টানা তিন মাসে ২শ কোটির বেশি অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে ফেসবুক। গত ছয় মাসের হিসেবে এ সংখ্যা ৩শ কোটি ছাড়িয়েছে।

সম্প্রতি জনপ্রিয় এ সামজিক যোগাযোগ মাধ্যম এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

এতে বলা হয়, সম্প্রতি ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিষয়টি প্রমাণিত হওয়ার পর থেকেই এ পদক্ষেপ নেওয়া শুরু হয়। অ্যাকাউন্টগুলোতে ঘৃণা বাক্য ছড়ানো হয়।

এদিকে পোস্ট সরানো নিয়েও তথ্য দিয়েছে ফেসবুক। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ঘৃণা ও বিদ্বেষমূলক প্রায় ৭৩ লাখ পোস্ট ও ছবি সরিয়ে নেওয়া হয়েছে এ সময়ের মধ্যে। আর প্রথমবারের মতো এ সংখ্যা প্রকাশ করেছে ফেসবুক।

অপরদিকে সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে ফেসবুকের মালিকানা বিকেন্দ্রীকরণের প্রয়োজন আছে নি না-এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। বেশ কড়া জবাব দিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি না কোম্পানি ভেঙে দিলেই এ সমস্যার সমাধান হবে। ফেসবুকের সাফল্যের মধ্যেই এর সমাধান খুঁজে পাওয়া যাবে।’

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড