• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনলাইনে বেচাকেনায় নজর রাখছে গুগল

  প্রযুক্তি ডেস্ক

২০ মে ২০১৯, ১৭:০৮
গুগল
ছবি : সংগৃহীত

সাইবার জগতে আমাদের জীবনের অনেক তথ্যই এখন গুগলের হাতের মুঠোয় রয়েছে। শুধু তাই নয়, আপনি কী শপিং করছেন, সে তথ্যও আছে গুগলের কাছে।

গুগল জিনিস পছন্দ থেকে শুরু করে বিলের পরিমাণ সবকিছু সরাসরি ট্র্যাক করছে। অনলাইনে কোথায় থেকে কী কিনছেন, কতবার কিনছেন, কোন বিষয়ে আপনার পছন্দ রয়েছে গুগলের খাতায় তার সব তথ্য জমা হচ্ছে।

শুধু তাই নয়, অনলাইন ইকমার্স সাইট যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, সুইগি থেকে পন্য কিনলেও গুগল কেনাকাটার তালিকা নিজের কাছে রেখে দিচ্ছে। কারণ ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে বিলের অনলাইন কপি পৌঁছে যাচ্ছে।

সিএনএনের এক প্রতিবেদন জানিয়েছে, ২০১২ সাল থেকে গুগলের কাছে Purchases নামের তালিকায় সব বিকিকিনির ইতিহাস রয়েছে।

গুগল অ্যাকাউন্টের এই লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবেন, এতদিন আপনি অনলাইন মাধ্যমে যা যা কেনাকাটা করেছেন গুগল তার তালিকা সাজিয়ে রেখেছে।

গুগলের মুখপাত্র জানিয়েছেন, এই ট্র্যাক লিস্ট গ্রাহকের সুবিধার জন্যই বানানো হয়েছে। যাতে তারা খুব সহজেই মনে করতে পারেন, কী কিনেছিলেন, কোথা থেকে কিনেছিলেন এবং কোথায় কোথায় সাবসক্রিপশন করেছেন। ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড