• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার ঈদযাত্রার টিকিট কিনুন ঘরে বসেই

  প্রযুক্তি ডেস্ক

১৯ মে ২০১৯, ১১:৪১
বিডিটিকেটস ডটকম

ঈদের আগাম বাস টিকেট এবার মিলছে অনলাইনেই। অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস ডটকমের মাধ্যমে পাওয়া যাচ্ছে এই সেবা। ১৬ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এই সেবা চালু করা হয়েছে।

অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে গ্রীনলাইন পরিবহণ, দেশ ট্রাভেলস, শ্যামলী এনআর ট্রাভেলস, এস. আলম, সাকুরা, সিল্ক লাইন, সেন্টমার্টিন হুন্দাই, রিলাক্স, এ কে ট্রাভেলসসহ দেশের শীর্ষস্থানীয় ৪৫টি বাসের টিকিট।

মূল্য পরিশোধ করে পছন্দসই আসনের টিকিট কিনতে পারবেন যাত্রীরা। ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ওয়েবসাইটের সহায়তায় মূল্য পরিশোধ করার সুবিধা থাকছে এতে।

টিকেট পেতে www.bdtickets.com ওয়েব ঠিকানায় ভিজিট করতে হবে। এছাড়াও আরও বিস্তারিত জানতে এবং বাস টিকেট বুক করতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন ‘বিডিটিকেটস’র কল সেন্টারে। কল সেন্টারের নম্বর ১৬৪৬০। কল সেন্টারের মাধ্যমে বুকিং করতে চাইলে বিকাশ ওয়ালেটে পর্যাপ্ত টাকা নিয়ে প্রক্রিয়াটি শুরু করতে হবে।

এ দুই মাধ্যমের পাশপাশি দেশজুড়ে ‘রবি’র রিটেইল পয়েন্ট বা রবি ক্যাশ রিটেইল পয়েন্টগুলো থেকেও ‘বিডিটিকেটস’র বাসের টিকেট কিনতে পারবেন যাত্রীরা। সারা দেশে ৩২ হাজার রিটেইল পয়েন্টে বাসের টিকেট কাটার সেবাটি প্রদান করছে প্ল্যাটফর্মটি। তাই এবার তাদের সহায়তায় ঈদে বাসের টিকিট কাটার বিড়ম্বনা সহজেই এড়াতে পারবেন গ্রাহকরা।

বাস ছাড়াও যাত্রীরা দেশের যে কোনো এয়ারলাইন রুটের সকল এয়ারলাইন অপারেটরের টিকেট কিনতে পারবেন এখান থেকে।

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড