• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জন্মদিনে ডিজিটাল শুভেচ্ছা

  প্রযুক্তি ডেস্ক

১১ মে ২০১৯, ১১:২৬
ডিজিটাল শুভেচ্ছা
ছবি : প্রতীকী

ফেসবুক তাদের স্টোরিজ ফিচারে গত বৃহস্পতিবার আরেকটি নতুন ফিচার যুক্ত করেছে, যা ব্যবহারকারীকে জন্মদিনের ডিজিটাল কার্ড, ছবি ও ভিডিও যুক্ত করার সুবিধা দিচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশেও এ ফিচার ব্যবহার করতে পারছেন ফেসবুক ব্যবহারকারীরা।

দৈনিক প্রায় ৫০ কোটি ব্যবহারকারী ফেসবুক স্টোরিজ ফিচারটি ব্যবহার করছেন বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

নতুন ফিচারটির ব্যাপারে ফেসবুকের পণ্য ব্যবস্থাপক জেহান ড্যামজি এক ব্লগ পোস্টে লিখেছেন, আমরা বৈশ্বিক পর্যায়ে বার্থডে স্টোরিজ ফিচারটি উন্মুক্ত করেছি। এতে নতুন উপায়ে বন্ধু, পরিবারসহ কমিউনিটির প্রত্যেক সদস্যকে ডিজিটাল কার্ড, ছবি ও ভিডিওর মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে।

ফিচারটি ব্যবহার করতে জন্মদিনের নোটিফিকেশনে চাপ দিতে হবে। এরপর ছবি তুলে বা ভিডিও ধারণ করে বা ডিজিটাল কার্ড ব্যবহার করে জন্মদিনের তৎক্ষণাৎ শুভেচ্ছা দেওয়া যাবে। এ ছাড়া ‘হ্যাপি বার্থডে’ সাউন্ডট্র্যাক যুক্ত করা যাবে এতে।

জন্মদিনের এ কার্ড যুক্ত করা হলে তা আপনার বন্ধুর বার্থ স্টোরিজে যুক্ত হবে এবং স্লাইডশো আকারে তা দেখানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড