• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

অ্যাপলকে টপকে শীর্ষে হুয়াওয়ে

  প্রযুক্তি ডেস্ক

০২ মে ২০১৯, ১৯:৪৭
অ্যাপল

অ্যাপলকে পেছনে ফেলে স্মার্টফোন সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে হুয়াওয়ে। তারা প্রথম প্রান্তিকে বাজারে ৫৯ দশমিক ৯১ মিলিয়ন ফোন সরবরাহ করেছে বলে জানিয়েছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)।

এই তালিকায় সবচেয়ে বেশি স্মার্টফোন সরবরাহকারী কোম্পানি হিসেবে শীর্ষে রয়েছে স্যামসাং। হুয়াওয়ে যে গতিতে আগাচ্ছে, ২০২০ সাল নাগাদ তারা স্যামসাংয়ের ঘাড়ের উপরে নিঃশ্বাস নেবে।

যেমন সনি, এইচটিসি ও এলজি নিয়মিত বিরতিতে নতুন ফোন বাজারে আনতে ব্যর্থ হচ্ছে। দাম ও অভিনব ফিচারের কারণে ক্রেতারা এখন হুয়াওয়ের প্রতি ঝুঁকছেন।

প্রথম প্রান্তিকে স্যামসাং ৭১ দশমিক ৯ মিলিয়ন ফোন বাজারে সরবরাহ করলেও গত বছর একই সময়ের তুলনায় তাদের ফোন সরবরাহ ৮ দশমিক ১ শতাংশ কমেছে।

তবে অ্যাপল আপাতত ফোন বিক্রির তথ্য দেওয়া বন্ধ রেখেছে। তাই তারা ঠিক কতো ইউনিট ফোন সরবরাহ করেছে তা জানা যায়নি। বাজার বিশ্লেষকদের ধারণা, তারা ৩৬ দশমিক ৪ মিলিয়ন ফোন বাজারে সরবরাহ করেছে। যা গত বছরের তুলনায় কমেছে ৩০ দশমিক ২ শতাংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড