• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের ৬৬ শতাংশ স্মার্টফোনের বাজার চীনের দখলে

  তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৮ এপ্রিল ২০১৯, ১৮:৫১
স্মার্টফোন
চীনের তৈরি স্মার্টফোন দখল করে নিয়েছে ভারতের বাজার (ছবি : সংগৃহীত)

চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের স্মার্টফোন কোম্পানিগুলো ভারতের বাজার দখল করে নিয়েছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ভারতের বাজারে ফোন সরবরাহকারী শীর্ষ পাঁচ কোম্পানির চারটিই চীনের। চীনের ফোন কোম্পানিগুলোর ভারতের মার্কেট শেয়ার ৬৬ শতাংশ দখল করে আছে।

স্মার্টফোন সরবরাহের তালিকায় শাওমি প্রথম স্থান দখল করে আছে। তবে গত বছরের একই প্রান্তিকের তুলনায় তাদের ২ শতাংশ মার্কেট শেয়ার কমেছে। এই প্রান্তিকে তাদের মার্কেট শেয়ার ২৯ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং। তারা ২৩ শতাংশ বাজার দখল করে আছে। গতবছর একই সময়ের তুলনায় তাদের ৩ শতাংশ মার্কেট শেয়ার কমেছে। তৃতীয় স্থানে ভিভো, চতুর্থ স্থানে রিয়েলমি এবং পঞ্চম স্থানে আছে অপ্পো।

এদের মার্কেট শেয়ার যথাক্রমে ১২, ৭ ও ৭ শতাংশ। এর মধ্যে গত বছরের তুলনায় ভিভোর মার্কেট শেয়ার ৬ শতাংশ বেড়েছে। আর নতুন কোম্পানি হিসেবে রিয়েলমি ৭ শতাংশ বাজার দখল করে আছে। আর গত বছরের তুলনায় অপ্পোর মার্কেট শেয়ার ১ শতাংশ বেড়েছে।

তবে ফিচার ফোনের শীর্ষ পাঁচে আছে জিও, স্যামসাং, লাভা নকিয়া ও আইটেল।

ফিচার ফোনের বাজারেও স্যামসাং ১৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তবে প্রিমিয়াম ফোন বিক্রির দিক দিয়ে স্যামসাং শীর্ষে রয়েছে। গ্যালাক্সি এস১০-এর বিক্রি ভালো হওয়ায় এই প্রান্তিকে ওয়ানপ্লাসকে টপকে তারা শীর্ষ স্থান দখল করেছে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড