• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাওমির আপডেটের তালিকায় নেই যে সকল ফোন

  প্রযুক্তি ডেস্ক

২২ এপ্রিল ২০১৯, ১৫:৩৫
শাওমি

স্মার্টফোন নির্মাতাদের মধ্যে অন্যতম বৃহত্তম টেক ব্র্যান্ড জানিয়েছে তুলনামূলক পুরনো স্মার্টফোনে আর সফটওয়্যার আপডেট পাঠানো হবে না। এই তালিকায় আছে ২০১৮ সালে বাজারে আসা একাধিক স্মার্টফোনের নাম।

খুব জলদি বেশিরভাগ শাওমি ফোনে পাঠানো হবে মিইউআই ১১ স্কিন। এই আপডেট কোম্পানির বেশিরভাগ ফোনে পৌঁছালেও ১০ টি শাওমি ফোনে আর কোনো আপডেট পৌঁছাবে না।

যে ফোনগুলোতে শাওমি আর আপডেট সফটওয়্যার পাঠাবে না সেই ফোনগুলোর তালিকা-

১। শাওমি রেডমি ৬

২। শাওমি রেডমি ৬এ

৩। শাওমি রেডমি ওয়াই ২

৪। শাওমি রেডমি ৪

৫। শাওমি রেডমি ৪এ

৬। শাওমি রেডমি নোট ৪

৭। শাওমি রেডমি ৩এস

৮। শাওমি রেডমি ৩এক্স

৯। শাওমি রেডমি নোট ৩

১০। শাওমি রেডমি প্রো

এই তালিকায় থাকা অনেকগুলো ফোনই ২০১৮ সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ করা হয়েছিল। এর মাঝে অন্যতম ছিল রেডমি ৬ ও রেডমি ৬এ এর মতো ফোনগুলো। অল্প সময়ের মাঝে আপডেট পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় অবাক হয়েছেন অনেকেই। তবে এ তালিকায় শুধু এক বছর আগের ফোনই নয়, রয়েছে কয়েক বছর আগে লঞ্চ হওয়া রেডমি প্রো ও রেডমি নোট ৩ এর মতো শাওমি স্মার্টফোনগুলোও।

এগুলো ছাড়াও শাওমি জানিয়েছে, রেডমি ওয়াই ২ ফোনে তারা আপডেট পাঠানো বন্ধ করে দিচ্ছে। এই সিরিজের পরবর্তী ভার্সন রেডমি ওয়াই ৩ খুব শিগগির আসছে বাজারে।

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড