• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বিশ্ব ধরিত্রী দিবস’ উপলক্ষে গুগলের অ্যানিমেশন ডুডল

  প্রযুক্তি ডেস্ক

২২ এপ্রিল ২০১৯, ১০:১৩
গুগল

আজ ২২ এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস। বিশেষ অ্যানিমেটেড ডুডলের মাধ্যমে দিবসটি পালন করছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। সোমবার (২২ এপ্রিল) ভোর রাত থেকেই এ ডুডল দেখা যাচ্ছে।

গুগলে প্রবেশ করলেই লেখা ভেসে উঠছে ‘হ্যাপি আর্থ ডে ২০১৯’।

ডুডলে কয়েকটি স্লাইড রয়েছে। স্লাইডগুলোতে ক্লিক করলে প্রথমেই দেখা যাচ্ছে, বৃহত্তম সামুদ্রিক পাখি অ্যালবাট্রোস উড়ে যাওয়ার ছবি।

ডুডল

স্লাইডের নিচে ক্লিক করলে দেখা যাচ্ছে উপকূলীয় রেড উডের গাছটি মাটি ফুঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে। গাছটির ছবির পাশে লেখা '৩৭৭ ফুট উচ্চতা বিশিষ্ট আমি ৭৫ জন মানুষের উচ্চতার সমান এবং পৃথিবীর সবচেয়ে বড় গাছ আমিই।'

ডুডল

পরের স্লাইডে দেখা যাচ্ছে ব্যাঙ গোত্রের মাঝে সবচেয়ে ছোট ব্যাঙ 'পাইডোফ্রেন এমুয়েনসিস' এর ছবি। এর পাশে লেখা আমি দেখতে খুব ছোট। একটি কয়েন সাইজ প্রমাণ এবং সবচেয়ে ছোট মেরুদণ্ডী প্রাণী।

ডুডল

এরপরেই রয়েছে আমাজন বনের বৃহদাকার জলজ পদ্ম। সেখানে লেখা আমি সবচেয়ে বড় জলজ পদ্ম, অপেক্ষাকৃত ছোট আকৃতির একজন মানুষ আমার উপর বসতে পারে!

ডুডল

পরবর্তী স্লাইড ক্লিক করলে আসছে ৪০ কোটি বছর আগে থেকে পৃথিবীতে টিকে থাকা সামুদ্রিক মাছ কোয়েলাক্যান্থের ছবি।

ডুডল

পরের স্লাইডে তুলে ধরা হয়েছে গভীর গুহার নিচে বসবাসকারী পাখাবিহীন 'স্প্রিং টেল' পতঙ্গসহ পৃথিবীর জীববৈচিত্র্য। সেখানে লেখা, 'যখন তুমি বিশ্বের সবচেয়ে গভীর গুহায় থাকবে তখন চোখের কোনো প্রয়োজন হয় না।'

ডুডল

ডুডলের সবশেষে লেখা রয়েছে, যাদেরকে সাথে নিয়ে আমাদের এই পৃথিবী, আমরা শুধুমাত্র সেই বৈচিত্র্যময়, অনন্য এবং অসাধারণ জীববৈচিত্র্যের কিছু ক্ষুদ্র অংশ তুলে ধরেছি।

ডুডল

১৯৭০ সাল থেকে পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে 'বিশ্ব ধরিত্রী দিবস' পালন করা শুরু হয়।

বিশেষ কোনো দিবস উপলক্ষে গুগল ডুডল তৈরি করে থাকে। আর এরই ধারাবাহিকতায় এই বিশেষ ডুডল তৈরি করেছে গুগল।

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড