• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্কাইপে মিলছে ৫০ জনের একসাথে কথা বলার সুবিধা

  অধিকার ডেস্ক    ০৯ এপ্রিল ২০১৯, ০৯:৪৫

স্কাইপ
৫০ জনের একসঙ্গে কথা বলার সুযোগ স্কাইপে (ছবি: স্কাইপ ডট কম)

স্কাইপে ৫০ জন একসঙ্গে কথা বলার যে অপশনটি গত মার্চ মাস থেকে পরীক্ষামূলকভাবে করা হচ্ছিল তা এবার উন্মুক্ত করে দেওয়া হল সকল গ্রাহকের জন্য। এখন থেকে স্কাইপ ব্যবহারকারীরা প্রয়োজনে সর্বোচ্চ ৫০ জনের সাথে একসঙ্গে অডিও বা ভিডিও কলে কথা বলতে পারবেন। এতদিন পর্যন্ত এই সুযোগটি সীমাবদ্ধ ছিল ২৫ জনের মাঝে।

স্কাইপ সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এ তথ্য নিশ্চিত করেছে।

মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপের নতুন এই আপডেটে অডিও, ভিডিও কলের ক্ষেত্রে মাইক্রোফোনে বা ওয়েবক্যামে বন্ধ করা এবং চালু করার একটি অপশনও থাকবে। এছাড়া এখানে অপশনাল হিসেবে কল রিংগিং ফিচার রাখা হয়েছে। যখন আপনি কোনো গ্রুপ কল চালু করবেন, এটি তখন গ্রুপে থাকা সব সদস্যকে একটি রিংগিং নোটিফিকেশন দেবে। তবে কেউ যদি কলে জয়েন করতে না চায় তবে তাকে এটি বিরক্ত করবে না।

স্কাইপের ৮.৪১.৭৬.৫৫ সংস্করণে এই ফিচারটি যুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র: দ্য ভার্জ

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড