• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাইভজি প্রযুক্তি স্থাপনে সবচেয়ে এগিয়ে হুয়াওয়ে

  অধিকার ডেস্ক    ৩০ মার্চ ২০১৯, ২১:৩৪

হুয়াওয়ে

ফাইভজি নেটওয়ার্ক স্থাপনে নতুন প্রজন্মের মোবাইল ব্রডব্যান্ড হুয়াওয়ে কাজ করে যাচ্ছে।

তবে চীনের এই কোম্পানিটিকে নানা ধরনের প্রতিকূলতার সম্মুক্ষীন হতে হচ্ছে। কারণ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চলছে। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে হুয়াওয়েকে ফাইভজি নেটওয়ার্ক বিস্তার করতে না দেওয়ার আহ্বানও জানিয়েছেন। তবে ট্রাম্প কারণ হিসেবে নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা রক্ষার কথা উল্লেখ করেছে। তবে মিত্র দেশগুলো ট্রাম্পের এই কথার কার্পণ্য করেনি। হুয়াওয়ে পুরোদমেই তাদের নেটওয়ার্ক স্থাপনের কাজ করে যাচ্ছে।

সম্প্রতি পরিসংখ্যান বিষয়ক জার্মান ওয়েবসাইট ‘স্ট্যাটিস্টা’ ফাইভজি নেটওয়ার্ক স্থাপনের প্রতিযোগিতায় কার অবস্থান কোথায় তার একটি তালিকা প্রকাশ করেছে। সেখানেদেখা গেছে, ফাইভজি স্থাপনে হুয়াওয়ে সবার চেয়ে এগিয়ে আছে।

ছবি: স্ট্যাটিস্টার প্রতিবেদনে ফাইভজি চালুর দৌঁড়ে এগিয়ে আছে যে কোম্পানিগুলো

হুয়াওয়ে ফাইভজি চালু করার লক্ষ্যে কারিগরিভাবে ১১ হাজার ৪২৩ বার অবদান রেখেছে । সুইডিশ টেলিকম কোম্পানি এরিকসন ১০ হাজার ৩৫১ বার কারিগরি সহায়তা দিয়ে দ্বিতীয় স্থানে আছে। আর চীনের প্রতিষ্ঠান হিসিলিকন এই তালিকার তৃতীয় স্থানে আছে। চতুর্থ স্থানে নকিয়া, পঞ্চম স্থানে কোয়ালকম এবং ষষ্ঠ স্থানে আছে স্যামসাং।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড