• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেসবুক-গুগলে বিজ্ঞাপন প্রকাশ করবে না নিউজিল্যান্ডের ব্র্যান্ডগুলো

  অধিকার ডেস্ক    ১৯ মার্চ ২০১৯, ১১:৩৭

ফেসবুক-গুগল
নিউজিল্যান্ডের ব্র্যান্ডগুলো ফেসবুক গুগলে বিজ্ঞাপন প্রকাশ করবে না (ছবি: সার্চ ইঞ্জিন ল্যান্ড)

নিউজিল্যান্ডের মসজিদে মুসল্লিদের উপর হামলার ভিডিও সরাসরি সম্প্রচার করার প্রতিবাদে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগল থেকে সকল প্রকার বিজ্ঞাপন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির বেশ কিছু বড় ব্র্যান্ড। এদের মধ্যে রয়েছে- এএসবি ব্যাংক, লোটো এনজেড, বার্গার কিং, স্পার্কসহ আরও কয়েকটি কোম্পানি। খবর এনডিটিভি

জানা যায়, গত শুক্রবার মসজিদে হামলার পর সেই দিন বিকাল থেকেই ফেসবুক এবং গুগলে ডিজিটাল সকল প্রকার বিজ্ঞাপন প্রকাশ বন্ধ করেছে এএসবি, লোটো, বার্গার কিং, স্পার্কসহ কয়েকটি কোম্পানি। সরাসরি হামলার দৃশ্য প্রচার হওয়ার কারণে মানসিক যে ক্ষতি হয়েছে তার বিরুদ্ধে একত্রিত হয়ে কোম্পানিগুলো এই সিদ্ধান্ত নিয়েছে।

যেহেতু বহুল সম্প্রসারিত এই দুই সাইটে আর ডিজিটাল বিজ্ঞাপন প্রকাশ করা হচ্ছে না কাজেই নিজেদের ব্যবসায় নতুন করে কী পরিবর্তন আনা যায় সে বিষয়ে আলোচনা করছেন কোম্পানিগুলোর বিপণন ব্যবস্থাপকেরা।

তবে বিজ্ঞাপন বন্ধের এই বিষয়টি সাময়িক নাকি স্থায়ী সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি কোম্পানিগুলো থেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড