• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জলঢাকায় আলু বাছাইয়ের নতুন মেশিন আবিস্কার

  নীলফামারী প্রতিনিধি

১৭ মার্চ ২০১৯, ১৪:০১
নীলফামারী
আলু বাছাইয়ের গ্রেড মেশিনগাড়ি

নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের চৌড়াঙ্গী বাজারের মা-বাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ দোকানে আলু বাছাইয়ের গ্রেড মেশিন গাড়ি আবিস্কার করেছেন। এই মেশিন গাড়িটি এক পলক দেখার জন্য লোকেরা দুর-দুরান্ত থেকে আসছেন।

সরেজমিনে গিয়ে শনিবার বিকেলে জানাগেছে, ধর্মপাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খচিমাথা হাজীপাড়া এলাকার মৃত আব্দার আলীর ছেলে মো. জমসেদ আলী (৩৫) তিনি আলু বাছাই করা এই মেশিনগাড়িটি আবিস্কার করেন।

এ ব্যাপারে তার সাথে কথা হলে তিনি বলেন, আমি নওগাঁয় গিয়ে ধান মারাই মেশিনগাড়ি ও ভূট্টা মারাই মেশিনগাড়ি বানানোর কাজ শিখেছি এবং এই কাজ শিখে আমি নিজের গ্রাম এলাকায় চৌড়াঙ্গী বাজারে মা-বাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর দোকান দেই। এ দোকানে ধান মারাই মেশিন গাড়ি ও ভূট্টা মারাই মেশিনগাড়ির পাশাপাশি আলু বাছাইয়ের মেশিনগাড়ি আমি নিজেই আবিস্কার করেছি। বর্তমানে এ উপজেলায় আমি প্রথম আলু বাছাই করার মেশিন গাড়ি আবিস্কার করি। এই গ্রেড মেশিন গাড়ি দিয়ে বড় আলু, ছোট আলু এবং পছন ধরা আলু বাছাই করা যাবে।

তিনি আরও বলেন, আলুর কোম্পানীর এক ভাইয়ের কাছে আমি এই আলু বাছাইকরা মেশিন গাড়ির ছবি দেখি। এবং কোম্পানির লোকটি বলেন আপনি কি আলু বাছাইয়ের মেশিন গাড়িটি তৈরী করতে পারবেন জমসেদ আলী বলেন চেষ্টা করলে পারবো। তিনি তখন থেকে ১ বছরের মাথায় ২ টি আলু বাছাই করা মেশিন গাড়ি তৈরী করেন। ১ টি মেশিন গাড়ির কাজ শেষ করেছেন। আর একটি মেশিনগাড়ির কাজ শেষের দিকে বলে জানান তিনি।

জমসেদ আলীর কাছে মেশিন গাড়িটির নাম জানতে চাইলে বলেন এটি হচ্ছে আলু বাছাইয়ের গ্রেড মেশিন। তার এই অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় জলঢাকায় নতুন একটি আলু বাছাই মেশিনগাড়ি আবিস্কার করলেন যা দিয়ে সুন্দর ভাবে কৃষকেরা আলু বাছাই করতে পারবেন।

জমসেদ আলী আরোও বলেন, আমার হাড়ভাঙ্গা চেষ্টায় আমি সফল হয়েছি এই মেশিন গাড়িটি তৈরি করে। আর এই মেশিন গাড়ি দিয়ে কৃষকেরা উপকৃত হতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। শুধু তাই নয় এ মেশিনগাড়িটি আলুর ব্যাবসায়ীরাও ব্যবহার করতে পারবেন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড