• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাজে সমন্বয় করতে নিজস্ব ভবন হচ্ছে বিটিআরসি'র জন্য

  অধিকার ডেস্ক    ১৪ মার্চ ২০১৯, ১০:১৪

ভবন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার (ছবি: পিআইডি বাংলাদেশ)

টেলিযোগাযোগ খাতে আরও সমৃদ্ধির জন্য নিজস্ব ভবন পেতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ভবনটি নির্মাণ করা হবে রাজধানীর আগারগাঁওয়ে। বুধবার (১৩ মার্চ) বিটিআরসি ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।

ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, 'বিটিআরসি অনেক আগে থেকেই টেলিযোগাযোগখাতের জন্য কাজে সমন্বয় করে যাচ্ছে। এতদিন সংস্থাটির কোনও নিজস্ব ভবন ছিল না। কাজের সুবিধার্থেই এখন নতুন ভবন হতে যাচ্ছে। এখন তাদের কাজ আরও বেশি সমৃদ্ধশালী হবে।'

টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা বজায় রেখে জনসাধারণের কল্যাণে কাজ করতে সংস্থাটির সকলকে আহ্বান জানান তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

আরও পড়ুন: রাতভর ত্রুটি, সকালে স্বাভাবিক ফেসবুক

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক, ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার প্রমুখ।

প্রসঙ্গত, আগারগাঁওয়ে এক একর জায়গার উপর ১২ তলা বিশিষ্ট বিটিআরসি ভবন নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০২ কোটি টাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড