• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৫০ পেন্সের স্মারক কয়েনে এবার বিজ্ঞানী হকিং

  অধিকার ডেস্ক    ১৩ মার্চ ২০১৯, ১০:৩৬

স্টিফেন হকিং
বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং (ছবি: দ্য মিরর)

ব্ল্যাক হোল নিয়ে কাজ শুরুর পথিকৃৎ স্টিফেন হকিংকে সম্মান জানিয়ে ৫০ পেন্সের একটি স্মারক কয়েন ডিজাইন করেছে ব্রিটেন। ডিজাইনটি করা হয়েছে ব্ল্যাক হোল তত্ত্বের আদলে। কয়েনটির মাঝখানে কালো গহ্বর সদৃশ কিন্তু বিচ্ছুরিত ছাপ দেয়া হয়েছে।

কয়েনটি পাওয়া যাচ্ছে রয়াল মিন্টের ওয়েবসাইটে। কয়েনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ পাউন্ড। এছাড়াও স্বর্ণ সংস্করণে যে কয়েনটি তৈরি করা হয়েছে তার মূল্য ধরা হয়েছে ৭৯৫ পাউন্ড।

কয়েন

কয়েনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ পাউন্ড (বামে) এবং স্বর্ণ সংস্করণে বানানো মুদ্রার দাম ৭৯৫ পাউন্ড (ডানে) (ছবি: ইয়াহু ডট কম)

মটর নিউরন ডিজিজে আক্রান্ত হয়ে ৭৬ বছর বয়সে মারা যান বিশ্বখ্যাত এই বিজ্ঞানী।

রয়াল মিন্টে কয়েনটি অবমুক্ত করার পর তাঁর পুত্র টম এবং কন্যা লুসি হকিং বলেন, স্যার আইজ্যাক নিউটন ও চার্লস ডারউইনের পাশাপাশি আমার পিতার নামে এ ধরনের মুদ্রা তাঁর আত্মাকে শান্তি দেবে।

কয়েন

৫০ পেন্সের কয়েনটি অবমুক্ত করার সময় স্টিফেন হকিং এর দুই সন্তান টম এবং লুসি (ছবি: দ্য সান)

প্রফেসর হকিং সেই সকল বিজ্ঞানীদের মাঝে একজন যার নাম ৫০ পাউন্ডের নোটে ছাপানোর জন্য সুপারিশ করা হয়েছে।

তথ্যসূত্র: দ্য সান, ইয়াহু ডট কম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড