• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুয়াওয়ে পণ্য ব্যবহারে জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

  অধিকার ডেস্ক    ১২ মার্চ ২০১৯, ১৬:৪৯

হুয়াওয়ে
হুয়াওয়ে পণ্য ব্যবহারে সতর্কতা (ছবি : সংগৃহীত)

হুয়াওয়ের উপকরণ ব্যবহার নিয়ে এবার জার্মানিকেও সতর্ক করলো যুক্তরাষ্ট্র। এর পূর্বে তারা নিজের দেশে পণ্যটি নিষিদ্ধ করে তা অন্যান্য মিত্রদেরও বর্জনের আহ্বান জানিয়েছিলো।

এরই ধারাবাহিকতায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ৫জি স্থাপনে ইতোমধ্যেই হুয়াওয়ে পণ্য নিষিদ্ধ করেছে। (সূত্র সিএনএন, জাপান টাইমস)

গত সপ্তাহে জার্মান সরকারের উদ্দেশ্যে বার্লিনে নিযুক্ত মার্কিন দূত রিচার্ড গ্রেনেল একটি পত্র পাঠিয়েছেন। সেখানে তিনি হুয়াওয়ের পণ্য ব্যবহারে জার্মান সরকারকে সতর্ক করেছেন।

এখন বার্লিন যদি তাদের ৫জি নেটওয়ার্ক স্থাপনে উপকরণ সংগ্রহে হুয়াওয়ের সঙ্গে চুক্তি করে, তাহলে তাদের মার্কিন গোয়েন্দা তথ্যে প্রবেশে নিষিদ্ধ করার হুমকিও দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে ওয়াশিংটনে নিযুক্ত জার্মান দূতাবাসের মুখপাত্র ম্যাথিয়াস এহলার পত্র পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, শিগগিরই এর জবাব দেওয়া হবে। তবে তিনি পত্রের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তবে গত সপ্তাহে জার্মানি এক বিবৃতিতে জানিয়েছিলো, ৫জি চুক্তির ব্যাপারে কোনো কোম্পানিকে নিষিদ্ধ করা হবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড