• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুগলের ডুডলে 'নারী'

  অধিকার ডেস্ক    ০৮ মার্চ ২০১৯, ১০:২৩

গুগল ডুডল
গুগল ডুডলে আন্তর্জাতিক নারী দিবস

'আন্তর্জাতিক নারী দিবস-২০১৯' এর সম্মানে গুগল ডুডলে অতীত এবং বর্তমান 'নারী প্রবর্তক'দের নিয়ে এবারের আয়োজন সাজিয়েছে গুগল।

বিশ্বের বিভিন্ন প্রান্তের সফল নারীদের গল্পে সাজানো এবারের ডুডলের স্লাইড।

'নারী' লেখা ডুডলটি শুরু হয়েছে কয়েকটি ভিন্ন ভাষার উদ্ধৃতি দিয়ে যার মধ্যে রয়েছে হিন্দি, আরবি, ফ্রেঞ্চ, বাংলা, রাশিয়ান, জাপানিজ, জার্মান, ইতালিয়ান, ইংলিশ, স্প্যানিশ এবং পর্তুগীজ।

ডুডলের বাটনে ক্লিক করলে ভিন্ন ভিন্ন ভাষায় লেখা সে উদ্ধৃতিগুলো স্লাইড আকারে একের পর এক আসতে থাকবে।

চলুন দেখে আসি কীভাবে গুগল সাজিয়েছে আজকের এই ডুডল:

১। অন্যের সীমাবদ্ধ সীমিত কল্পনার মাঝে কখনও সীমাবদ্ধ হয়ে যেও না। - ডক্টর মা জেমিসন, আমেরিকান মহাকাশচারী এবং চিকিৎসক

গুগল

২। ওড়ার জন্য যদি আমার ডানা থাকে তাহলে পায়ের কী প্রয়োজন? - ফ্রিদা কাহলো, মেক্সিকান চিত্রশিল্পী

গুগল

৩। অন্তরের সত্যের চাইতে পৃথিবীর অন্য কিছু দ্বারা নিজেকে অন্ধ করতে দিও না। - এমা হারওয়েগ, জার্মান লেখিকা

গুগল

৪। যে স্বপ্ন তুমি একা দেখো সেটা শুধুই স্বপ্ন, যে স্বপ্ন সবাইকে নিয়ে দেখো সেটা বাস্তবতা। - জোকো ওনো, জাপানী মাল্টিমিডিয়া শিল্পী

গুগল

৫। নিজেদের মস্তিষ্কে হতাশাকে আশ্রয় দেওয়ার চাইতে আমরা অনেক মূল্যবান। - নিল বিনো জেফিন, ভারতীয় কূটনীতিবিদ

গুগল

৬। তুমি মহিলা বলে তুমি দুর্বল, এটা কখনও বোলো না। - ম্যারি কম, ভারতীয় বক্সার

গুগল

৭। আমি আমার নিজের চাইতেও বেশি শক্তিশালী। - ক্ল্যারিস লিসপেক্টর, ব্রাজিলিয়ান ঔপন্যাসিক

গুগল

৮। আমি সত্যিই ভবিষ্যতের পরিকল্পনার উপর বিশ্বাস রাখি। - জাহা হাদিদ, ব্রিটিশ-ইরাকী স্থাপত্যশিল্পী

গুগল

৯। সাহস সব জায়গায় সাহসকেই ডাকে।- মিলিসেন্ট ফুকেট, ব্রিটিশ লেখিকা

গুগল

১০। ডানা তখনই স্বাধীন যখন তাদেরকে উড়তে মুক্তভাবে উড়তে দেওয়া হয়। একবার যদি সেটা ফিরে আসে তখন তার ওজন অনেক বেশি হয়ে যায়। - মারিনা সাতিয়েভা, রাশিয়ান কবি

গুগল

১১। অতীতের চাইতে ভবিষ্যত অনেক সুন্দরভাবে জেগে উঠতে পারে। - জর্জ স্যান্ড, ফ্রেঞ্চ ঔপন্যাসিক

গুগল

১২। একজন মানুষের যদি একটিও স্বপ্ন থাকে তবে সেটি তার শক্তিশালী হওয়ার মন্ত্র। - সানমাও, চীনে জন্মগ্রহণকারী তাইওয়ানিজ লেখক

গুগল

১৩। আমি গুরুত্ব রাখি। আমি সমানভাবেই গুরুত্ব রাখি। 'শুধুমাত্র যদি' বা 'যতক্ষণ পর্যন্ত' নয়। আমি গুরুত্ব রাখি। সমাপ্ত। - চিমেমান্ডা এডিচি, নাইজেরিয়ান লেখিকা

গুগল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড