• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার ইমোজি থাকবে গাড়ির নম্বর প্লেটে, বুঝাবে চালকের মনের অবস্থা

  অধিকার ডেস্ক    ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১২

ইমোজি
গাড়ির নম্বর প্লেটে থাকবে ইমোজি (ছবি: বিবিসি)

ইমোজির ব্যবহার মূলত মানসিক অবস্থা বুঝানোর জন্যই। আর এবার গাড়ির পেছনে নাম্বার প্লেটে ইমোজি ব্যবহারের মাধ্যমেও বুঝানো যাবে ব্যক্তির মানসিক অবস্থা।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থানরত বাসিন্দাদের জন্য এমন একটি সুবিধা দেওয়া হয়েছে। সামনের মাস থেকে চাইলে তারা গাড়ির পেছনে নাম্বার প্লেটে নিজের ইচ্ছে মতো ইমোজি ব্যবহার করার সুযোগ পাবেন।

নাম্বার প্লেট শুধুমাত্র ইমোজি দিয়েই সাজানো থাকবে এমনটি নয়, এর সাথে ব্যক্তি চাইলে নিজের পছন্দসই নামও ব্যবহার করতে পারেন। আর এ জন্য অবশ্যই গাড়ির মালিককে বাড়তি অর্থ গুণতে হবে।

আরও পড়ুন:

‘হ্যালো ডাক্তার প্রো’ অ্যাপের সাহায্যে ঘরে বসেই সেবা পাবেন রোগীরা

নতুন কোনো বিজ্ঞাপন দিতে পারবে না গ্রামীণফোন

এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এ মুহূর্তে সব ইমোজিকে গাড়ির পেছনের নাম্বার প্লেটে দেখা যাবে না। আপাতত হাসিমুখের ইমোজিগুলোরই জায়গা হবে গাড়ির পেছনে। আর এতে গাড়ি চালকের প্রাণবন্ততাই ফুটে উঠবে গাড়িতে এমনটাই ভাবছেন এর সাথে সংশ্লিষ্টরা।

ইমোজিগুলোর মধ্যে থাকবে হাসিভরা মুখ, হাসিভরা চোখ, চোখে সানগ্লাস দেয়া হাসি মুখ আর চোখে হার্ট স্যুট ইমোজি।

তবে শুধু এই ইমোজি দিয়েই কিন্তু গাড়ি চেনার কোনও উপায় নেই। মনের ভাব প্রকাশের সাথে সাথে অবশ্যই গাড়ির চালককে গাড়িতে নম্বর যুক্ত করতে হবে।

গাড়ির নম্বর প্লেটে ইমোজি যুক্ত করার এই ব্যাপারটি একদল খুব ভালোভাবে গ্রহণ করেছে আর অপরদিকে আরেকদল বলছে, এটি আসলে বিরক্তিকর। তবে ভালো হোক বা মন্দ গাড়ি চালকের মনের অবস্থা নম্বর প্লেট দেখে বোঝা যাচ্ছে ব্যাপারটি খুব একটা খারাপ নিশ্চয়ই হবে না!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড