• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফোরজি গতি পরীক্ষায় অনুত্তীর্ণ সব অপারেটর

  অধিকার ডেস্ক    ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫১

ফোরজি
ফোরজি সেবা (ছবি: সংগৃহীত)

দেশের কোনো মোবাইল ফোন অপারেটর ফোরজি গতিতে মানসম্মত সেবার বেঞ্চমার্কে নেই।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্রণ কমিশন (বিটিআরসি) সোমবার(১৮ ফেব্রুয়ারি) মোবাইল ফোন অপারেটরগুলোর ‘কোয়ালিটি অব সার্ভিস ড্রাইভ টেস্টের’ প্রতিবেদন প্রকাশ করে। তারা ঢাকা মহানগরে এই পরীক্ষা চালায়।

সেখানে দেখা গেছে, ফোরজিতে রবির ৫ দশমিক ৯১ এমবিপিএস, জিপির ডাউনলোড গতি ৫ দশমিক ৪৪ এমবিপিএস এবং বাংলালিংকের ৫ দশমিক ১৮ এমবিপিএস।

তবে ড্রাইভ টেস্টে টেলিটকের কোনো ফোরজি গতির ফলাফল যাচাই করা হয়নি।

থ্রিজি প্রযুক্তির ইন্টারনেটে ডাউনলোডের সর্বনিন্ম গতি দুই এমবিপিএস আর ফোরজিতে ৭ এমবিপিএস হতে হবে বলে কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালায় উল্লেখ করা আছে।

অন্যদিকে জিপির আপলোড গতি ২ দশমিক ৫৫, রবির ২ দশমিক ৫০ এবং বাংলালিংকের ২ দশমিক ৩৩ এমবিপিএস। যা বেঞ্চমার্ক অনুয়ায়ী ঠিক আছে। বেঞ্চমার্কে এর গতি ১ এমবিপিএস হতে হবে।

তবে টেলিটক ছাড়া সবগুলো অপারেটরই থ্রিজিতে গতির পরীক্ষায় বেঞ্চমার্ক ঠিক রেখেছে।

থ্রিজির গতি পরীক্ষায় টেলিটকের ডাউনলোড গতি ১ দশমিক ৬৩ এমবিপিএস।আর বাকি অপারেটরগুলোর থ্রিজির ডাউনলোড গতি ৩ এমবিপিএসের উপরে।

বেঞ্চমার্ক অনুয়ায়ী, থ্রিজির ডাউনলোড গতি সর্বনিম্ন ২ এমবিপিএস থাকতে হবে।

কিউওএস নীতিমালায় অপারেটরগুলোর সেবার মানের ক্ষেত্রে বেঞ্চমার্ক ঠিক করে দেয়া হয়েছে। সে অনুয়ায়ী ড্রাইভ টেস্টের ফলাফল তুলনা করা হয়।

তবে নীতিমালায় বলা রয়েছে,ঘোষিত মানদণ্ড অনুসারে সেবা দেওয়া না হলে সংশ্লিষ্ট অপারেটরকে বিটিআরসি বলে জরিমানা করতে পারবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড