• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রের কাছে তরুণ প্রজন্মের জন্য সহয়তা চাইলেন পলক

  অধিকার ডেস্ক    ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৫

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী (ছবি:সংগৃহীত)

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

রবিবার (১৭ ফেব্রুয়ারি)ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর টেকভ্যালিতে বাংলাদেশি কমিউনিটি (এনআরবি), বিনিয়োগকারী, প্রযুক্তি খাতের সিনিয়র এক্সিকিউটিভ ও উদ্যোক্তা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, দেশে অত্যন্ত মেধাবী তরুণ প্রজন্ম আছে। নিজস্ব উদ্যোগে তারা কোম্পানি প্রতিষ্ঠা করে কাজ শুরু করেছে। এজন্য তিনি আমেরিকাসহ বিদেশি আইটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের প্রতি তাদের সহযোগিতায় এগিয়ে আসতে আহ্বান জানান।

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের প্রনোদনা প্রদানসহ বাংলাদেশ সরকার বিভিন্ন সহয়তা প্রদান করছে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে এ সুযোগ কাজে লাগাতে তিনি মার্কিন বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহবান জানান।

প্রতিমন্ত্রী এর আগে গত শনিবার ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট জিম কেলারের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ‘বাংলাদেশ হাইটেক পার্ক’ ও ‘স্টার্ট আপ বাংলাদেশ’ নিয়ে আলোচনা করেন।

এছাড়াও, প্রতিমন্ত্রী দেশে ইন্টেল ডিজাইন বা ভ্যালিডেশন সেন্টার স্থাপন করতে চাইলে কী কী কারিগরি সহায়তা প্রয়োজন তা নিয়েও কথা বলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড