• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশিয় উদ্যোক্তাদের সহায়তায় মার্কিন প্রতিষ্ঠানের সাথে চুক্তি

  অধিকার ডেস্ক    ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২২

উদ্যোক্তা
হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘মার্কেট এক্সেস সেন্টার’ চুক্তি (ছবি:সংগৃহীত)

দেশিয় উদ্যোক্তাদের সহায়তা দিতে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘মার্কেট এক্সেস সেন্টার’ চুক্তিবদ্ধ হয়েছে। তারা দেশের তরুণ উদ্যোক্তাদের মেন্টরিংসহ বিদেশী বিনিয়োগ পেতে সহায়তা করতে কাজ করতে চায়।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও মার্কেট এক্সেস সেন্টারের মধ্যে এ সম্পর্কিত একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে।

এই প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী স্টার্ট-আপদের মেন্টরিং করে। পাশাপাশি তারা স্টার্টআপগুলোকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ফান্ড বা তহবিল পেতেও সাহায্য করে।অনলাইনে কিংবা সরাসরি তারা এসব সাহায্য করে থাকে।

এর আগের দিন অর্থাৎ বৃস্পতিবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ একই ধরনের আরেকটি প্রতিষ্ঠান ‘ফাউন্ডার স্পেসের’ সঙ্গে এমনই একটি চুক্তি করেছে।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, স্টার্টআপ বাংলাদেশের উপদেষ্টা টিনা জাবিন, ফাউন্ডার স্পেসের চেয়ারম্যান স্টিভ হফম্যানসহ আরও অনেকেই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া প্রতিমন্ত্রী একইদিনে ক্যালিফোর্নিয়াতে অবস্থিত গুগলের বাংলাদেশী কর্মী ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড