• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘কেউ আমাকে ব্লক করেনি’

  অধিকার ডেস্ক    ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০২

ল্যারি
উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ল্যারি স্যাঙ্গার (ছবি:সংগৃহীত)

কিছুদিন আগে উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ল্যারি স্যাঙ্গার দাবি করেছিলেন যে উইকিপিডিয়ায় তাকে কেউ ব্লক করেছে।

কেউ হয়তো তার নাম ব্যবহার করে লগ ইন করে তার ক্ষতি করার চেষ্টা করছে বলে তার ধারণা ছিল।

এছাড়া সন্দেহের তীর ছিল উইকিপিডিয়ার আরেক সহপ্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের দিকে। তার সঙ্গে অনেক বিষয় নিয়েই মতবিরোধ ছিল ল্যারির। উন্মুক্ত বিশ্বকোষটি কীভাবে পরিচালনা করা হবে তা নিয়ে দ্বন্দ্বের জেরে ল্যারি স্যাঙ্গার ২০০২ সালে উইকিপিডিয়া থেকে বের হয়ে যান। এরপর কয়েক মাস আগে সংবাদ মাধ্যম দ্য নেক্সট ওয়েবে ল্যারি জিমির সমালোচনা করেন। ফলে জিমি তাকে টুইটারে ব্লক করেন। তাই উইকিপিডিয়ায় ব্লক হওয়ার পেছনেও জিমির হাত রয়েছে বলে তার ধারণা ছিল।

ল্যারি টুইটারে লেখেন, যদি স্থায়ীভাবে আমাকে ব্লক করা হয় তাহলে আমি এর ব্যাখ্যা চাচ্ছি। এ ব্যাপারে হয়তো জিমি ওয়েলকে প্রশ্ন করা যায় কিন্তু সে কয়েক মাস আগে আমাকে টুইটারে ব্লক করেছে।

তবে ঘটনা এখন অন্য দিকে মোড় নিয়েছে।এই টুইট লেখার কয়েক ঘণ্টা পর তার ভুলও ভাঙে। এজন্য তিনি লজ্জিত বোধও করেন।

ল্যারি পরের টুইটেই জানান, কেউ তাকে ব্লক করেনি। ভুলে নিজের ইউজার নেমে স্পেস দেননি। এজন্য লগ ইন করতে পারছিলেন না। তিনি ল্যারি স্যাঙ্গার এর জায়গায় লিখছিলেন, ল্যারিস্যাঙ্গার। এমন ভুলে তার সরল স্বীকারোক্তি, ‘আসলে স্পেস দিতে ভুলে গিয়েছিলাম’।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড