• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুগল ম্যাপে সীমিত আকারে চালু হলো ‘অ্যানিমেল গাইড’

  অধিকার ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৬

গুগল
গুগল ম্যাপে অ্যানিমেল গাইড (ছবি:সংগৃহীত)

গুগল তাদের ম্যাপে থ্রিডি ভিজ্যুয়াল ডিরেকশন ফিচারের মাধ্যমে পথ দেখানোর ঘোষণা দিয়েছিল।

দীর্ঘদিন ধরে ফিচারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছিল। গুগল এবার সীমিত সংখ্যক কিছু লোকাল গাইডের জন্য ফিচারটি উন্মুক্ত করেছে।

এ দিকে গত বছরের মে মাসে অনুষ্ঠিত ডেভেলপার কনফারেন্সে গুগল ম্যাপে অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফিচারটিতে অ্যানিমেল গাইড যুক্ত করার ঘোষণা দেয় গুগল। যেখানে গুগুল স্মার্টফোনের ক্যামেরা ভিউয়ের সঙ্গে গুগল স্ট্রিট ভিউ ও অ্যাপ ডেটার সমন্বয় ঘটিয়েছে।

স্মার্টফোনের ক্যামেরা অন করে রাস্তার দিকে তাক করলেই অগমেন্টেট রিয়েলিটির মাধ্যমে তীর চিহ্ন দিয়ে পথ দেখিয়ে দেওয়া হবে। আবার রাস্তায় খাবার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান থাকলে তা রেটিংসহ দেখা যাবে।

গুগল লোকাল গাইডদের দেওয়া ফিডব্যাকের ওপর ভিত্তি করে অ্যাপটির উন্নয়নে আরও কাজ করবে। এজন্য এখনই ফিচারটি খুব শীঘ্রই ব্যবহারকারীদের হাতে পৌঁছানোর সম্ভাবনা নেই বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড