• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদি নারীদের গতিবিধি নজরদারিতে অ্যাপ, সমালোচনায় অ্যাপল-গুগল

  অধিকার ডেস্ক    ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৩

অ্যাপল-গুগল
সৌদি নারীদের গতিবিধি নজরদারিতে অ্যাপ তৈরি করে সমালোচনায় অ্যাপল-গুগল

পরিবারের পুরুষ অভিভাবকরা চাইলেই সৌদি নারীদের চলাফেরার উপর নজর রাখতে পারবেন, ‘আবশের’ নামে এমন অ্যাপ চালু করায় ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে টেক জায়ান্ট অ্যাপল ও গুগল।

এ ঘটনায় লিঙ্গ বৈষম্য বৃদ্ধিতে সাহায্য করে নারী-বিদ্বেষকে আরো উস্কে দেয়ার অভিযোগ আনা হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই দুই প্রযুক্তি সংস্থার ওপর। খবর এনডিটিভি, আউটলুক ইন্ডিয়া।

আরও পড়ুন:

বাংলায় এলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ‘থিয়া’

পর্ন সাইটের সাথে ভুলবশত বন্ধ হয়েছে গুরুত্বপূর্ণ নানা ওয়েবসাইট

মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ এ বিষয়ে জানিয়েছে, অ্যাপল এবং গুগলের এই অ্যাপ হুমকিস্বরূপ এবং হয়রানিমূলক। মানবাধিকার লঙ্ঘন তো বটেই নারীর বিরুদ্ধে বৈষ্যমকে আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে জানিয়ে অ্যাপটি বন্ধ করার কথা বলা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

তাদের সাথে একমত হয়ে এমন আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও।

প্রসঙ্গত, সৌদি আইন অনুযায়ী, নারীদের বাহিরে কোথাও যেতে হলে অভিভাবকদের অনুমতির প্রয়োজন হয়। এরই পরিপ্রেক্ষিতে নারীদের বাহিরে গিয়ে যে কোনও জায়গায় অবস্থানের বিষয়টি পরিবারের পুরুষ অভিভাবকদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য একটি অ্যাপ নিয়ে আসে গুগল এবং অ্যাপল। এ বিষয়ে ইনসাইডার-এ শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে জানানো হয়, অ্যাপটি গুগল প্লে এবং অ্যাপলের অ্যাপ স্টোরে রয়েছে। তবে এ বিষয়ে সংস্থাগুলো কোনও উত্তর দেয়নি বলে জানিয়েছে ইনসাইডার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড