• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিরাপত্তাকর্মীর কাজ করবে রোবট

  অধিকার ডেস্ক    ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৩

রোবট
নিরাপত্তা দেবে রোবট (ছবি: সংগৃহীত)

সিকিউরিটি গার্ড ছাড়াই এখন নিশ্চিত হচ্ছে অফিসের নিরাপত্তা। এ কাজ মানুষ নয় বরং করছে একটি রোবট। কোভল্ট নামে একটি রোবট দিন-রাত অফিসের সবকিছু পাহারা দিচ্ছে এবং নিরাপত্তার সব দায়িত্ব পালন করছে।

এ বিষয়ে কোভল্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতা ট্রেবেজ ডেইল বলেন, এটি অসাধারণ সেন্সর এবং স্বয়ংক্রিয় গাড়ির সমন্বয়; যা ঘরের মধ্যে ঘুরে বেড়াবে। স্বাভাবিক অবস্থার ওপর এটি একটি মডেল তৈরি করবে এবং অস্বাভাবিক অবস্থার সন্ধান করবে। বৃহৎ সেন্সরিংয়ের মাধ্যমে যন্ত্রটি এসব করবে।

এই রোবট দেখতে অনেকটা অফিসের আসবাবপত্রের মতোই। আর যন্ত্রটির চারদিকে ক্যামেরা থাকায় সেটি সবদিকে নজর রাখতে পারে। একইসঙ্গে এটি মাইক্রোফোন ও অস্বাভাবিক শব্দ চিহ্নিত করতে পারে। এটি মূলত একটি স্বয়ংক্রিয় গাড়ির মতো।

এর আরও বিশেষত্ব হলো- এটি ক্যামেরা ও অন্যান্য সেন্সর বাধাগুলো শনাক্ত করতে পারে; যাতে রোবটটি ঘরের মধ্যে চলাফেরা করতে পারে। আর এটি অফিসের অভ্যন্তরে একটি মডেল তৈরি করে।

পাশাপাশি মডেলের সঙ্গে মিল নেই, এমন জিনিসেরও সন্ধান করে। যেমন অফিসে যদি একজন অপরিচিত মানুষ আসেন, একটি দরজা বা জানালা হঠাৎ করে খুলে যাওয়া ইত্যাদি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড