• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পৃথিবীতে ফিরে আসছে ডাইনোসর?

  অধিকার ডেস্ক    ৩০ জানুয়ারি ২০১৯, ১৩:৩৮

ডাইনোসর
ফিরে আসছে ডাইনোসর?

বিবর্তনের কোনও নির্দিষ্ট দিক নেই। এ বিবর্তনের স্বাভাবিক নিয়মেই ডাইনোসররা হারিয়ে গিয়েছে। আবার বিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়েই পৃথিবীতে উন্নততর প্রাণের জন্ম ও বিকাশ হয়েছে। তাই ডাইনোসর ফিরে আসার সম্ভাবনাকে আবার একদম উড়িয়েও দিচ্ছেন না বিজ্ঞানীরা।

ব্রিটেনের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ের জিনতত্ত্ববিদ জামাল নাসিরের কথায়, 'অসম্ভব নয়। কারণ, বিবর্তন প্রক্রিয়ার কোনও সুনির্দিষ্ট দিক নেই। এমন নয় যে তা শুধুই সামনের দিকে এগিয়ে যায়। বলা যায় না, তা শুধু পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণে গড়িয়ে চলেছে। কোন দিকে যাবে বিবর্তনের গতিপথ, তা আগে থেকে ঠিক করা থাকে না। বরং তা ভীষণ পাগলাটে। তাই জীবাশ্ম থেকে ডাইনোসরদের একেবারেই ফিরিয়ে আনা যাবে না, এটা মনে করি না। সেই সম্ভাবনাটা কমও নয়।'

ডাইনোসর

ডাইনোসর (ছবি: ইভ্যুলেশন উইকি ডট কম)

নাসির আরও জানান, সেই ডাইনোসরদের ফিরে আসার জন্য যথাযথ পরিবেশেরও প্রয়োজন। আমাদের জিনোমে আচমকা একটা বড়সড় রদবদল ঘটে গেলেই সেটা সম্ভব হয়ে যেতে পারে।

তবে নাসিরের এই বক্তব্য অবশ্য মানতে নারাজ লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ভার্টিব্রেট প্যালিয়েন্টোলজিস্ট সুসি মেডমেন্ট। তিনি বলেছেন, 'ঠিকই অ্যাম্বারের মধ্যে ডাইনোসর যুগের মশার জীবাশ্ম মিলেছে। কিন্তু সেখানে মশার জীবন্ত কলার (Tissues) সন্ধান মেলেনি। তাই সেখান থেকে ডাইনোসরদের ফিরিয়ে আনা সম্ভব নয়।'

আরও পড়ুন:

এবার নিঃশ্বাসেই শনাক্ত হবে ক্যানসার!

ডায়রিয়া ও কলেরায় অধিক কার্যকর মোবাইল অ্যাপ

গাড়ি থেকে তেল চুরি হচ্ছে কিনা জানাবে 'প্রহরী'

তবে অন্যত্র ডাইনোসরের জীবাশ্মে রক্তনালী ও কোলাজেন প্রোটিন মিলেছে। কিন্তু সেখানেও ডাইনোসরদের ডিএনএ পাওয়া যায়নি। বিজ্ঞানীদের একাংশের বক্তব্য, কোলাজেন তুলনায় বেশি দিন অবিকৃত থাকতে পারলেও ডিএনএ’র পক্ষে তা সম্ভব নয়। কিছু দিনের মধ্যেই পানি আর সূর্যালোকের সংস্পর্শে ডিএনএ একেবারেই নষ্ট হয়ে যায়।

সুসি আরও বলছেন, 'এখনও পর্যন্ত কোনও প্রাণির যে প্রাচীনতম ডিএনএ'র হদিশ মিলেছে, তার বয়স ১০ লক্ষ বছর। আর ডাইনোসররা অবলুপ্ত হয়ে গিয়েছে ৬ কোটি ৬০ লক্ষ বছর আগে। ডাইনোসরদের ফিরিয়ে আনতে গেলে ততটা প্রাচীন ডিএনএ-র হদিশ পেতে হবে আমাদের। তা হলে হয়তো ফিরিয়ে আনা সম্ভব হবে বহু বহু কোটি বছর আগে হারিয়ে যাওয়া ডাইনোসরদের।'

তথ্যসূত্র: আনন্দবাজার

'ডাইনোসরস' মুভির ট্রেইলারের ভিডিও:

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড