• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাড়ি থেকে তেল চুরি হচ্ছে কিনা জানাবে 'প্রহরী'

  অধিকার ডেস্ক    ২৯ জানুয়ারি ২০১৯, ১৫:০২

প্রহরী
গাড়ির অপব্যবহার রুখতে এলো 'প্রহরী'

ড্রাইভারের দায়িত্বে গাড়ি দেওয়ার পর অনেক সময়ই দুশ্চিন্তায় পড়েন গাড়ির মালিক। গাড়ির তেল চুরি হচ্ছে কিনা অথবা মালিকের অবর্তমানে ড্রাইভার অন্য যাত্রী বহন করছে কিনা এইসব ভাবনা থাকে তার মাঝে। এইসব ভাবনা থেকে মুক্তি দিতে এবার এলো ভেহিকেল ট্র্যাকিং ডিভাইস 'প্রহরী'।

প্রয়োজনীয় এবং একই সাথে গুরুত্বপূর্ণ এই ডিভাইসটি তৈরি করেছেন বুয়েটের কয়েকজন মেধাবী ইঞ্জিনিয়ার মিলে।

'প্রহরী'র নির্মাতাগণ জানিয়েছেন, এটি ট্র্যাকিং ডিভাইস হওয়ায় সহজেই জানা যাবে ড্রাইভারের গতিবিধি।

এই ডিভাইসের সাহায্যে যে তথ্য জানা যাবে:

- গাড়ি থেকে তেল চুরি করা হচ্ছে কিনা

- গাড়িতে অচেনা যাত্রী উঠিয়ে ট্রিপ নেওয়া হচ্ছে কিনা জানা যাবে ডোর অ্যালার্ট বা জিও ফেন্স ভায়োলেশনে

- প্রহরী ডেস্টিনেশন অ্যালার্টের মাধ্যমে জানা যাবে শিশু সঠিক সময়ে নিরাপদে স্কুলে পৌঁছেছে কিনা

আরও পড়ুন:

হুয়াওয়ে কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষে যেসকল ই-কমার্স সাইট

প্রহরীতে থাকছে ২০টিরও বেশি ফিচার। এ সকল ফিচারের মাধ্যমে গাড়ির নিরাপত্তা বজায় থাকবে।

প্রহরী অ্যাপ এবং ওয়েবপোর্টাল দুই মাধ্যমেই গাড়ি ট্র্যাক করার সুবিধা থাকবে।

মূল্য:

প্রহরীর চারটি প্যাকেজ রয়েছে। সেগুলো হল-লাইট, বেসিক, স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম।

প্যাকেজভেদে সেগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৯৯ থেকে শুরু করে ১১ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত।

মাসিক চার্জ:

প্রহরীর মাসিক চার্জ ৪৫০ থেকে ৬৯৯ টাকা। চাইলে নিজের প্রয়োজন অনুসারে ফিচার কাস্টমাইজড করে নেওয়ার সুবিধা পাবেন গ্রাহকরা।

প্রহরীর ওয়েবসাইট https://www.prohori.com/

প্রহরীতে যোগাযোগের জন্য হটলাইন নম্বর : ০১৭০৮১৬৬১৬৬

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড