• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেঘ ছাড়াই নামল ভুতুড়ে বৃষ্টি!

  অধিকার ডেস্ক    ২৭ জানুয়ারি ২০১৯, ১৭:৫৫

বৃষ্টি
শনির চাঁদ টাইটানের উত্তর মেরুতে বৃষ্টি (ছবি: নাসা)

সাধারণত আকাশে যখন মেঘ জমে, প্রাকৃতিক নিয়মানুযায়ী তখনই তা প্রকৃতিতে বৃষ্টি হয়ে ঝরে।

কিন্ত বৈজ্ঞানিকভাবে অবিশ্বাস্য হলেও অদ্ভুত এক ঘটনা ঘটেছে। আকাশে কোনো মেঘ নেই অথচ ঝম ঝমিয়ে নামছে ভুতুড়ে বৃষ্টি! এমনই এক ঘটনার কথা জানিয়েছে নাসা।

তারা বলছে, পৃথিবী নয় বরং শনিগ্রহের চাঁদ টাইটানে ঘটেছে এমন ঘটনা। টাইটানে বৃষ্টি হতে হলে যে আকাশে মেঘ জমতে হবে এমন নিয়মের বালাই নেই। সেখানকার উত্তর মেরুতে গ্রীষ্মকালে মেঘ ছাড়াই আকাশ ঝেঁপে নামে বৃষ্টি।

তবে টাইটানের আকাশ থেকে আমাদের বৃষ্টির মতো পানি নয় বরং সেখান থেকে ঝরে পড়ে তরল মিথেন- এমনটি জানিয়েছে নাসা। আর টাইটানের আকর্ষণ বল পৃথিবীর আটভাগ হওয়ায় আমাদের বৃষ্টির তুলনায় ধীরে ধীরে তা নেমে আসে।

নাসার ‘ক্যাসিনি’ মহাকাশযানের পাঠানো ছবি ও তথ্য থেকে এসব খবর জানা গেছে।

‘ক্যাসিনি’ মহাকাশযানের তথ্য অনুযায়ী, ওই ভুতুড়ে বৃষ্টির পরে টাইটানের উত্তর মেরুতে শীতকাল চলে গিয়ে গ্রীষ্ম চলে আসে।

তবে এখন পর্যন্ত এই বৃষ্টি আকাশের ঠিক কোথা থেকে নেমে আসছে, কেন নেমে আসছে, জানা যায়নি।

নাসায় কর্মরত ভারতীয় বিজ্ঞানী রজনী ধিংড়া এ বিষয়ে জানান, ক্যাসিনি মহাকাশযান টানা ১৩ বছর শনি ও টাইটানকে পর্যবেক্ষণ করছে। ক্যাসিনি ওই ১৩ বছরে বড়জোর সাত থেকে আটবার এমন মিথেন বৃষ্টির দেখা পেয়েছে।

‘ক্যাসিনি’র পাঠানো তথ্য বিশ্লেষণ করে ইতোমধ্যেই আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’- এ একটি গবেষণাপত্র ছাপা হয়েছে।

নাসার বিজ্ঞানীরা মেঘ ছাড়া টাইটানের এই ভুতুড়ে বৃষ্টি কোথা থেকে ঝরে সে বিষয়ে এখনও ব্যাখ্যা দিতে পারেনি।

প্রসঙ্গত, পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে শনির চাঁদ টাইটানের বায়ুমণ্ডলের বেশ মিল রয়েছে। পৃথিবীর মতোই টাইটানের পৃষ্ঠ পাথুরে। টাইটানেও পৃথিবীর শীত, গ্রীষ্ম, বর্ষার মতো ঋতু আবর্তিত হয়। তবে পৃথিবীর কয়েক বছর মিলে সেখানে একটা ঋতু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড