• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

এখন থেকে অ্যাপলে ব্যবহার করা যাবে মাইক্রোসফট অফিস

  অধিকার ডেস্ক    ২৬ জানুয়ারি ২০১৯, ২১:০২

 অ্যাপল
 অ্যাপলে চলবে মাইক্রোসফট অফিস

এখন থেকে অ্যাপলের ম্যাক অ্যাপ স্টোরে ‘৩৬৫’ অ্যাপটি পাওয়া যাবে।

ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) থেকে অ্যাপটি উন্মুক্ত করেছে। যেটি স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

মাইক্রোসফটের এই অ্যাপটিতে রয়েছে ফ্যামিলি সফটওয়্যার ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট ও এক্সেল।

উইন্ডোজের এই সফটওয়্যারটি অ্যাপলের ম্যাক অ্যাপ স্টোরে একটু দেরিতেই এলো। গত মাইক্রোসফট ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফোরেন্সে ২০১৮ সালের শেষ দিকেই এটি আসার কথা থাকলেও এই জানুয়ারিতে সেটি এসে পৌঁছালো।

চীনের সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, অ্যাপলের জন্য মাইক্রোসফট বিশেষভাবে অফিস সংস্করণটি তৈরি করেছে। যেখানে ব্যবহারকারীরা যেনো ম্যাকের সব ফিচার ভালোভাবে চলতে পারে।

এ বিষয়ে অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট ফিল স্কিলার বলেন, অ্যাপল ও মাইক্রোসফট একসঙ্গে অফিস সফটওয়্যারটির একটি ভালো অভিজ্ঞতা দিতে চাই। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। তাই এখন থেকে ম্যাক অ্যাপ স্টোরে এটি উন্মুক্ত করা হয়েছে।মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট জারিদ পাটারো বলেন, অ্যাপলের সঙ্গে মিলে আমরা আরও কিছু কাজ করতে চাই।

ম্যাক, আইপ্যাড ও আইফোনের ব্যবহারকারীরা অফিস থেকে এখন সাবসক্রাইব করতে পারবেন এবং সহজেই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড