• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বয়ংক্রিয়ভাবেই চালু হবে নতুন আইফোনের ক্যামেরা

  অধিকার ডেস্ক    ২১ জানুয়ারি ২০১৯, ২০:০৫

আইফোন
নতুন আইফোনের ক্যামেরায় ছবি তোলা যাবে স্বয়ংক্রিয়ভাবে

ইউএস পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে ফাইল করা এক পেটেন্ট আবেদন থেকে জানা গেছে, নতুন আইফোনের ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবেই চালু হবে। এমনকি ছবি তুলতে আর আইফোনের লক খুলতে হবে না।

ছবি উঠতে বা ভিডিও রেকর্ড করতে বিশেষ ভঙ্গিতে ক্যামেরাটি সোজা করে ধরলেই স্বয়ংক্রিয়ভাবে এটি সম্পন্ন হবে।

চলতি বছর তিনটি আইফোন উন্মোচন করা হবে। এগুলোতে এ১৩ চিপসেট থাকবে। আর সেলফি ক্যামেরায় থাকবে ১০ মেগাপিক্সেল ক্যামেরা।

এ দিকে নতুন আইফোনের জন্য থ্রিডি ক্যামেরা তৈরি হচ্ছে। শীঘ্রই এগুলোর উৎপাদন শুরু হবে। জাপানিজ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনিকে অ্যাপল এই থ্রিডি ক্যামেরা উৎপাদনের দায়িত্ব দিয়েছে ।

ফটোগ্রাফি, গেমিং ও সিকিউরিটির ক্ষেত্রে থ্রিডি ক্যামেরা অনেক বড় পরিবর্তন আনবে। শোনা যাচ্ছে, নতুন আইফোনে থাকবে তিনটি ক্যামেরা। যার একটিতে থাকবে অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফিচার।

এই থ্রিডি ক্যামেরা চলতি বছরের মধ্যেই ফোনের সামনে ও পেছনে দুই দিকের জন্য‌ই তৈরি হবে ।

অ্যাপল প্রতি বছরই সেপ্টেম্বর মাসে নতুন ফোন উন্মোচন করে। সব ঠিক থাকলে আর ৯ মাস পরই থ্রিডি ক্যামেরা সমৃদ্ধ নতুন আইফোনের দেখা মিলবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড