• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাজারে এলো ওয়ালটনের উচ্চমানের ১০ ইয়ারফোন

  অধিকার ডেস্ক    ২০ জানুয়ারি ২০১৯, ০৯:৩২

ওয়ালটন
ওয়ালটন বাজারে নিয়ে এসেছে ১০টি মডেলের নতুন ইয়ারফোন

প্রতিদিনের জীবনে ইয়ারফোন এখন বেশ প্রয়োজনীয় একটি অংশ বলা চলে। কেউ একটু বেশি দাম দিয়ে হলেও ভালো ইয়ারফোন কেনেন, আবার কেউ ভাবেন অল্প টাকাতেই কেনা ভালো। তবে ভাবনার বিষয় যাই হোক না কেন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মতে, ইয়ারফোন যেহেতু কানে লাগানো হয় কাজেই এই ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। না হলে কান তো বটেই, চোখ এবং মাথা ব্যথার সংক্রমণও দেখা দিতে পারে সময়বিশেষে।

এই সব বিষয় ভাবনাতে রেখে এবার বাজারে উচ্চমানের ১০ টি মডেলের ইয়ারফোন নিয়ে এলো দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। নান্দনিক ডিজাইন আর নজরকাড়া রঙের উচ্চমানের এই ইয়ারফোনগুলোর নাম দেওয়া হয়েছে 'ফু'।

ওয়ালটনের প্রায় সব মডেলের ইয়ারফোনে মানসম্পন্ন মাইক্রোফোনের পাশাপাশি রয়েছে ইন-লাইন ভলিউম কন্ট্রোল। এছাড়াও ২০ থেকে ২০,০০০ হার্জ ফ্রিকোয়েন্সি রেঞ্জে সাউন্ড শোনা যাবে এ সকল ইয়ারফোনে।

এই ইয়ারফোনে থাকা মাইক্রোফোনের শব্দ ধারণক্ষমতা প্রবল। সুরেলা এবং জোড়ালো সাউন্ডের পাশাপাশি এতে ব্যবহৃত এয়ারবাডে গ্রাহক পাবেন আরামদায়ক অনুভূতি।

এতে রয়েছে প্লে, পজ, আনসার, অফ, নয়েজ ক্যান্সেলিং, মাইক্রোফোন ইত্যাদি ফাংশন।

ইয়ারফোনগুলো ব্যবহার করা যাবে ৩.৫ মিমি জ্যাক সাপোর্টেড সব ধরনের ডিভাইসেই (মোবাইল ফোন, ট্যাব, এমপিথ্রি, এমপিফোর, ল্যাপটপ-কম্পিউটার)।

মডেলভেদে ওয়ালটনের এসব ইয়ারফোনের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯০ টাকা থেক ১,৩৫০ টাকা পর্যন্ত।

গ্রাহক চাইলে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে কল করতে পারেন ওয়ালটনের কাস্টমার কেয়ারে।

ওয়ালটনের কাস্টমার কেয়ারের ফোন নম্বর:

০৯৬১২৩১৬২৬৭ (যে কোনো মোবাইল এবং ল্যান্ডফোন থেকে) ১৬২৬৭ (ল্যান্ডফোন ব্যতীত যে কোনও অপারেটর থেকে)

ইয়ারফোনের ব্যাপারে বিস্তারিত দেখুন: ওয়ালটন ইয়ারফোন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড