• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাড়ির ভেতরেই মিলবে হোটেল রুমের সুবিধা

  অধিকার ডেস্ক    ০২ জানুয়ারি ২০১৯, ১৯:৪৭

গাড়ি
বিশেষ সুবিধাযুক্ত গাড়ি (ছবি: প্রতীকী)

ভ্রমণপিপাসুদের জন্য ভ্রমণকে আরও আরামদায়ক করে তুলতে এক অভিনব পন্থা বের করেছে অটোনমাস ট্রাভেল স্যুট।

উবারের মতোই অ্যাপ্রিলি ডিজাইন স্টুডিওর করা এই গাড়ি সেবা দেবে। তবে গাড়িটির বিশেষত্ব হলো এর ভেতরে থাকবে ছোট একটি কেবিন। যেখানে থাকবে বিছানা, ডেস্ক, টিভি, ওয়ার্কিং , ছোট্ট একটি কিচেন ও বাথরুম। এমনকি চাইলে ছাদের ওপর ড্রোনও নামানো যাবে। ফলে সহজেই পণ্যের ডেলিভারি পাওয়া সহজ হবে। আর ট্রিপ শেষে গাড়িগুলো নিজ নিজ চার্জিং স্টেশনে ফিরে যাবে।

এই গাড়িগুলো গ্রাহককে বাসা থেকে অন্য শহরে পৌঁছে দিতে একটানা ১২ ঘণ্টা সেবা দেবে। আর সারা দিনের জন্য গাড়ি ভাড়া নিলে মোবাইল অ্যাপের সাহায্য গাড়িটি ইচ্ছে মতো যে কোনো জায়গায় থামানো যাবে।

তবে পুরো বিষয়টি এখন একটি প্রকল্প মাত্র। এই ধারণা নিয়ে কানাডাভিত্তিক অ্যাপ্রিলি ডিজাইন স্টুডিওর প্রতিষ্ঠাতা স্টিভ লি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন।

আদৌ এই প্রযুক্তির গাড়ি আলোর মুখ দেখবে কি না তা এখনও বলা যাচ্ছে না। কারণ স্বয়ংক্রিয় গাড়ি নিরাপদ কি না তা নিয়ে সন্দেহ থাকায় অনেক শহরেই নগর কর্তৃপক্ষ এই গাড়ি চলাচলে বিধি নিষেধ আরোপ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড