• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রক্ত ছাড়াই মাপা যাবে ব্লাড সুগার!

  অধিকার ডেস্ক    ২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৮

ব্লাড সুগার
ব্লাড সুগার মাপার অভিনব পদ্ধতি আবিষ্কার

ডায়াবেটিস রোগীদের নিয়মিতই ব্লাড সুগার মেপে দেখার জন্য রোগীদের রক্ত ঝরাতে হয়। কিন্তু বিজ্ঞানীরা এবার রক্ত ছাড়াই তাদের ব্লাড সুগার মাপার অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন।

সেখানে তারা কাগজ দিয়ে বানানো বিশেষ ধরনের সেন্সর উদ্ভাবনের খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। যেখানে একবার ব্যবহারযোগ্য সেন্সরটি দিয়ে থুতুর মাধ্যমেই ব্লাড সুগারের পরিমাণ জানাতে সক্ষম হবে।

কাগজের সেন্সরটি শুধু ব্লাড সুগার পরিমাপই নয় একই সাথে শরীরে এনজাইমের পরিমাণও বলে দেবে।

সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কেএইউএসটি) বিজ্ঞানীরা এই বিশেষ কাগজের সেন্সর উদ্ভাবনের ঘোষণা দিয়েছেন।

বিশেষ সেন্সরটি তৈরিতে ক্ষার সংবেদনশীল এক ধরনের গ্লসি কাগজ ব্যবহার করা হচ্ছে বলে জানায় তারা। এটি পানিতে বা অন্য কোথাও এসিড ও ক্ষার পরিমাপে কাজে লাগানো হয়। এছাড়া সেন্সরটির স্ট্রিপের মধ্যে থাকবে ছোট্ট ইলেকট্রোড প্যাটার্ন।

বিজ্ঞানীরা মনে করেন, ব্লাড সুগার পরিমাপে সেন্সরটি ব্যবহার করা হলে সেটি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের স্থান দখল করবে।

তারা আরও বলেন, এই কাগজের সেন্সরের দাম খুব কম হবে এবং দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এটি বিপুল পরিমাণে উৎপাদনও করা হবে।

কেএইউএসটির পোস্ট ডক্টোরাল গবেষক ইলোইস বিহার বলেন, সেন্সরটির সবচেয়ে বড় সুবিধা হলো এটি পচনশীল। এছাড়া সেন্সরটি তৈরিতে এক ধরনের জৈব কালিও ব্যবহার করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড