• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৪ সেকেন্ডে মরিচ তুলবে ‘সুইপার’ !

  অধিকার ডেস্ক    ২২ ডিসেম্বর ২০১৮, ২১:১০

সুইপার
মরিচ তুলবে রোবট সুইপার (ছবি :সংগৃহীত)

কৃষিক্ষেত্রের উন্নয়নে বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছেন। আর কৃষকরা তাদের কষ্ট লাঘব করতে সেইসব প্রযুক্তি সানন্দে গ্রহণ করছে।

প্রযুক্তিগত উন্নয়নের অংশ হিসেবে এবার বিজ্ঞানীরা মরিচ চাষীদের চিন্তা দূর করতে আবিষ্কার করেছেন রোবট ‘সুইপার’। ইউরোপ ও ইসরায়েলের বিজ্ঞানীদের তৈরি করা এই রোবটটি পাকা মরিচ দ্রুত শনাক্ত করে তা সংগ্রহ করতে পারবে।

গাছ থেকে একটি পাকা মরিচ শনাক্ত করে তা তুলতে সুইপারের সময় লাগে মাত্র ২৪ সেকেন্ড!

ইউরোপীয় ইউনিয়নের ‘হরাইজন ২০২০ ইনোভেশন’ প্রোগ্রামের আওতায় প্রোটোটাইপ রোবট ‘সুইপার’ তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

ক্ষেতে কাজ করার জন্য রোবটটিতে ছোট্ট একটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। ফলে এটি সহজেই পাকা মরিচের রং শনাক্ত করতে পারে। আর এর কম্পিউটার ভিশন মরিচটি তোলার উপযোগী হয়েছে নাকি কাঁচা রয়েছে তা বুঝতে সাহায্য করবে।

মরিচ তোলার জন্য সুইপারে ছোট্ট একটি করাত যুক্ত করা হয়েছে। যেটির সাহায্যে এটি যে কোনো পাকা ফল সংগ্রহ করতে পারে। আর রাতে কাজ করার জন্য যুক্ত করা হয়েছে এলইডি লাইট।

এই রোবটের আরেকটি দিক হলো এটি টানা ২০ ঘণ্টা কাজ করতে পারবে। যেখানে একজন শ্রমিকের পক্ষে দিনে সাত থেকে আট ঘণ্টার বেশি কাজ করা সম্ভব হয় না।

বিজ্ঞানীরা দাবি করছেন, আপাতত মরিচ ক্ষেতে কাজে লাগানোর জন্য সুইপারকে ব্যবহার করা হচ্ছে। তবে ভবিষ্যতে এটি অন্যান্য ফসল ঘরে তুলতেও সাহায্য করতে পারবে বলে তারা আশা করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড