• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন চার্জার ‘ফাস্টচার্জ’

  অধিকার ডেস্ক    ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:২৯

চার্জার
দ্রুত গতিসম্পন্ন চার্জার আবিষ্কার করেছে জার্মানি (ছবি:প্রতীকী)

সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন চার্জার আবিষ্কার করেছে জার্মানির নতুন এক গবেষক দল। এই চার্জারে রয়েছে ৪৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন চার্জিং স্টেশন প্রোটোটাইপ।

পোরশে এবং বিএমডব্লিউয়ের সদস্যদের সহায়তায় গবেষকরা এর নাম দিয়েছেন ফাস্টচার্জ। এই চার্জার টেসলার সুপার চার্জারের চেয়ে তিন গুণ দ্রুত বৈদ্যুতিক গাড়ি চার্জ করতে পারবে।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, এই চার্জার মাত্র তিন মিনিটে বৈদ্যুতিক গাড়িকে ১০০ কিলোমিটার চলার শক্তি দিতে পারবে। আর বিএমডব্লিউ আই৩-এর ব্যাটারি ১০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় নেবে মাত্র ১৫ মিনিট। আর টেসলার সুপার চার্জারের সর্বোচ্চ ক্ষমতা ১৪৫ কিলোওয়াট। কিন্তু ধারণা করা হচ্ছে, ফাস্টচার্জ দ্রুতগতির চার্জিং ব্যবস্থার ক্ষেত্রে খুব বেশি দিন শীর্ষস্থানে থাকতে পারবে না । টেসলার এর আগে ১২০ কিলোওয়াট থেকে ১৪৫ কিলোওয়াটে আপগ্রেড করেছে। প্রতিষ্ঠানটি পরিকল্পনা করছে, সামনের বছর তারা ২৫০ কিলোওয়াটে আপগ্রেড করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড