• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্ধ হয়ে যাচ্ছে হাইপারলুপ স্টার্ট-আপ প্রতিষ্ঠান 'অ্যারিভো'

  অধিকার ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০১৮, ১৬:৩১

অ্যারিভো
হাইপারলুপ স্টার্ট-আপ অ্যারিভো

হাইপারলুপ ওয়ান-এর সাবেক কর্মীদের বানানো স্টার্ট-আপ প্রতিষ্ঠান অ্যারিভো তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। চলতি বছর নভেম্বরে এদের সব কর্মীদের ছাঁটাই করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তারা তাদের যাত্রা শুরু করেছিল।

হাইপারলুপ হল মাটির তলায় বা ওপরে বিশেষ পরিবেশে তৈরি একটি টিউব যার মধ্যে দিয়ে গাড়ি চলতে পারবে। এর গতিবেগ ধরা হয় প্রতি ঘণ্টায় ১২০০ কিলোমিটার। মার্কিন প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক সর্বপ্রথম এই হাইপারলুপ ব্যবস্থার ধারণা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদন থেকে জানা যায়, মাস্কের আরেক প্রতিষ্ঠান স্পেসএক্স-এর প্রকৌশলী ব্রগান ব্যামব্রগান ২০১৭ সালে অ্যারিভো প্রতিষ্ঠা করেন। তিনি হাইপারলুপ ওয়ানের সহ-প্রতিষ্ঠাতাও ছিলেন।

অ্যারিভোর আরও দুইজন সহ-প্রতিষ্ঠাতা অ্যারিভো বন্ধের ঘোষণার কয়েক মাস আগে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে যান।

তাদের মধ্যে একজন অ্যান্ড্রু লিও তার লিঙ্কডইন প্রোফাইলে অক্টোবরে প্রতিষ্ঠান ছেড়েছেন বলে উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড