• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বছরের সেরা শব্দ নির্বাচিত হলো ‘মিস-ইনফরমেশন’

  অধিকার ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০১৮, ১৬:১১

ডিকশনারি
ডিকশনারি.কম

২০১৮ সালে ডিকশনারি.কম এর টুইটে ‘বছরের সেরা শব্দ’ হিসেবে নির্বাচিত হয়েছে ‘মিস-ইনফরমেশন বা ‘ভুল তথ্য’ শব্দটি।

তাদের বার্তায় বলা হয়, ‘আজকের এই সময়ে আমরা ‘ভুলতথ্যের বিরুদ্ধে লড়াই করার বার্তা দিচ্ছি। তাই ২০১৮ সালে বছরের সেরা শব্দটি শুধু একটি শব্দ নয় বরং এটি পদক্ষেপ গ্রহণের ডাক’।

টুইটে তারা আরও জানায়, ‘মিসইনফরমেশন’ ও ‘ডিসইনফরমেশন’ শব্দ দুটি পরস্পরের পরিপূরক নয়। এর মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। সেটি আমাদের ওয়েবসাইট স্পষ্ট করতে চায়।

‘ডিসইনফরমেশন’ শব্দের অর্থ ‘নির্বিচারে ভুল তথ্য ছড়ানো, সত্যকে দূষিত করা, প্রোপাগান্ডা’। অন্যদিকে ‘মিসইনফরমেশন’ শব্দের অর্থ ‘ইচ্ছেকৃতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো।’

যখন কোন ব্যক্তি ‘ডিসইনফরমেশন’ দেখে বিশ্বাস করে এবং এটি শেয়ার করে তখনই সেটি ‘মিসইনফরমেশন’ বলে গণ্য হয়।

অনেক সময় ফেসবুক, টুইটার, ইউটিউব এবং অ্যাপলে ভুল তথ্য ছাড়নো হয়। বেশিরভাগ ক্ষেত্রে তারকারা ভুল তথ্য ছড়িয়ে থাকেন। যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভুয়া তথ্য ছড়িয়ে থাকেন।

ডিকশনারি.কম এ আরও নির্বাচিত তিনটি রানার আপ শব্দ হল রিপ্রেজেনন্টেশন (প্রতিনিধিত্ব), সেলফ মেইড (স্বনির্মিত) এবং ব্ল্যাকলাশ (নেতিবাচক প্রতিক্রিয়া)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড