• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাসওয়ার্ডের সবচেয়ে জনপ্রিয় শব্দ 'password'

  অধিকার ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০১৮, ১৩:০৭

পাসওয়ার্ড
মানুষের ব্যবহৃত দুর্বল পাসওয়ার্ড (ছবি: ইন্টারনেট)

পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান 'স্প্ল্যাশডাটা'র ৫০ লাখেরও বেশি পাসওয়ার্ড সমীক্ষা করে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বরাবরের মতো এ বছরও সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হল ‘password’ এবং‘123456’। তবে চলতি বছর এই তালিকায় নতুন একটি নাম সংযুক্ত হয়েছে। সেটি হল ‘donald’।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৮ সালে গ্রাহকের জনপ্রিয়তার তালিকায় এই তিনটি পাসওয়ার্ড ছাড়া আরও ছিল ‘12345678’, ‘!@#$%^&*’ ও ‘1234567’ । অন্যদিকে জনপ্রিয়তার ২৩ নম্বর স্থানে রয়েছে ‘donald’। তালিকায় আরও স্থান নিয়েছে ‘iloveyou’ ‘football’ ও ‘princess’ ।

‘123456’ ও ‘password’ পাসওয়ার্ড দুটি টানা পাঁচ বছর ধরে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে।

গবেষণায় দেখা গেছে, একটি দুর্বল পাসওয়ার্ড হচ্ছে এক থেকে ছয় সংখ্যা ঘুরিয়ে-ফিরিয়ে বার বার ব্যবহার করা বা একই সংখ্যা কয়েকবার টাইপ করা। যেমন ‘111111.’। এ বিষয়ে স্প্ল্যাশডাটার প্রধান নির্বাহী মর্গ্যান স্লেইন বলেন, সবচেয়ে দুর্বল পাসওয়ার্ডগুলোর অন্তত একটি প্রায় ১০ শতাংশ মানুষ ব্যবহার করেন। তিনি তাই পাসওয়ার্ড হিসেবে কোনো তারকার নাম, কি-বোর্ডের প্যাটার্ন ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড