• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

তথ্য ফাঁসের দায়ে বন্ধ হয়ে যাচ্ছে গুগল প্লাস

  আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৮, ১৩:২২
বন্ধ হয়ে যাচ্ছে গুগল প্লাস
(ছবি : প্রতীকী)

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতা করতে এসে গুগল প্লাস খুলে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য রক্ষা করতে না পারায় ভীষণ বিপাকে পড়েছে সার্চ ইঞ্জিন গুগল। ফলে বন্ধ করে দেওয়া হচ্ছে সাইটটির সকল কার্যক্রম। সোমবার এক বিবৃতিতে এ সাইট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে গুগল কর্তৃপক্ষ। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি গুগল প্লাসের পাঁচ কোটির বেশি গ্রাহকের ইমেল আইডি, বয়সসহ বেশিরভাগ ব্যক্তিগত তথ্য ফাঁসের হুমকির সম্মুখীন হয়েছে গুগল। যদিও গ্রাহকের কোনো তথ্য ফাঁস হয়েছে বলে এখনও স্বীকার করেনি জনপ্রিয় এ সার্চ ইঞ্জিনটি।

উল্লেখ্য, মূলত এ সমস্যার ওপর ভিত্তি করে চলতি বছরের আগস্টে গুগল প্লাসকে বন্ধ করে দেওয়ার কথা থাকলেও তা আগামী বছরের এপ্রিল মাসে পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড