• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাইটেক পার্কে প্লট বুঝে পেল সাত তথ্যপ্রযুক্তি কোম্পানি

  অধিকার ডেস্ক    ১১ ডিসেম্বর ২০১৮, ১৫:৫২

হাইটেক সিটি
বঙ্গবন্ধু হাইটেক সিটি

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সাত কোম্পানির সাথে চুক্তির পর প্লট বুঝিয়ে দিল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

রাজধানীর আগারগাঁওয়ে সভাকক্ষে সোমবার (১০ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়।

চুক্তির আওতায় কোম্পানিগুলো ৪০ বছরের জন্য এ জায়গা ইজারা নিয়েছে। এর বিপরীতে প্রতি বর্গমিটারের তাদের বছরে দুই ডলার করে ভাড়া দিতে হবে।

চুক্তিবদ্ধ এ কোম্পানিগুলো হচ্ছে- আমরা হোল্ডিংস, ডেভ নেট লিমিটেড, মিডিয়া সফট ডাটা সিস্টেম লিমিটেড, ডাটা সফট, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং ইউ ওয়াই সিস্টেম লিমিটেড,কনসোর্টিয়াম লিমিটেড।

তারা এই হাইটেক পার্ক প্রকল্পে প্রায় ৫৫৮ কোটি টাকা বিনিয়োগ করবে। পাশাপাশি এখান থেকে প্রায় পাঁচ হাজার ২৫০ জনের নতুন কর্মসংস্থান তৈরি হবে বলেও জানা গেছে।

হাইটেক কর্তৃপক্ষ এ বিষয়ে সাংবাদিকদের জানায়, এই চুক্তির ফলে ৭টি কোম্পানি ২০ দশমিক ৪১ একর জমি বরাদ্দ পেল। তারা এই পার্কে সফটওয়্যার, হার্ডওয়্যার, ডাটা-সেন্টার, ট্রেনিং সেন্টার, আইওটি, বিপিও, মোবাইল ফোন সংযোজন ও উৎপাদন, প্রভৃতি উচ্চপ্রযুক্তি নিয়ে কাজ করবে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিনিয়োগে আকৃষ্ট করার জন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আশা করছি, ভবিষ্যতে এই পার্ক সফটওয়্যার, ইলেকট্রনিকস ইত্যাদি পণ্য রপ্তানির মূল কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড