• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্ধ হচ্ছে না স্বল্পমেয়াদি কোনো প্যাকেজ

  অধিকার ডেস্ক    ১০ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৫

বিটিআরসি
সিদ্ধান্ত থেকে সরে এলো বিটিআরসি

বিভিন্ন প্যাকেজ বা অফার গ্রাহকবান্ধব করতে সাত দিনের কম এবং ত্রিশ দিনের বেশি কোনো ধরনের অফার ও প্যাকেজের মেয়াদ নির্ধারণ করতে পারবে না বলে মোবাইল ফোন অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কিন্ত মোবাইল ফোন অপারেটরদের দাবির মুখে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিটিআরসি। ৪ ডিসেম্বর দেওয়া বিটিআরসির এক নির্দেশনায় বলা হয়, অপারেটরদের তাদের বর্তমান অফার সম্পর্কে বৃহস্পতিবারের মধ্যেই জানাতে হবে। পাশাপাশি আগামী ৯ ডিসেম্বর থেকে নতুন এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

একই সাথে কোনো অপারেটরের প্যাকেজ বা অফারের সংখ্যা ৩৫টির বেশি হতে পারবে না বলেও নির্দেশনায় জানানো হয়। এছাড়া ডাটার প্যাকেজ শেষ হওয়ার পর ‘পে অ্যাজ ইউ গো’র মাধ্যমে গ্রাহক সর্বোচ্চ পাঁচ টাকার ডাটা ব্যবহার করতে পারবেন বলেও নির্দেশনায় বলা হয়েছিল।

কিন্তু এই সিদ্ধান্ত স্থগিত করেছে সংস্থাটি। ফলে স্বল্প মেয়াদের ইন্টারনেট প্যাকেজ, ডাটা বা ভয়েস কল আর বন্ধ হচ্ছে না। পাশাপাশি গ্রাহকদের জন্য ইন্টারনেট প্যাকেজের সংখ্যাও কমিয়ে আনছে না মোবাইল ফোন অপারেটরগুলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড