• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোবাইলে শীর্ষ, রেফ্রিজারেটরে তৃতীয় শীর্ষ ব্র্যান্ড 'স্যামসাং'

  অধিকার ডেস্ক    ১০ ডিসেম্বর ২০১৮, ০৯:২৬

স্যামসাং
অনুষ্ঠানে উপস্থিত স্যামসাং মোবাইল ও স্যামসাং কনজিউমার ইলেকট্রনিকস বাংলাদেশের প্রতিনিধিরা (ছবি: সংগৃহীত)

দেশের শীর্ষ মোবাইল ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করল 'স্যামসাং'। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক এ স্বীকৃতি প্রদান করা হয়। এছাড়া রেফ্রিজারেটর ক্যাটাগরিতে তৃতীয় শীর্ষ ব্র্যান্ডের স্বীকৃতিও পেয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক এ প্রতিষ্ঠানটি।

শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং মোবাইল ও স্যামসাং কনজিউমার ইলেকট্রনিকস বাংলাদেশের প্রতিনিধিরা। 'বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম' কর্তৃপক্ষের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিনিধিদল।

বেস্ট ব্র্র্যান্ড অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য বাংলাদেশি ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেওয়া।

ব্যবসায়িক মূল্যায়ন এবং গ্রাহকদের জীবনে ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে নতুন মাইলফলক অর্জন করার বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে নেলসন বাংলাদেশের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দিয়ে থাকে ব্র্যান্ড ফোরাম।

স্যামসাং বাংলাদেশ-এর হেড অব মোবাইল মূয়ীদুর রহমান বলেন, 'এ পুরষ্কার অর্জনে আমরা গর্বিত। স্যামসাং পণ্য ও সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের সহযোগিতাতেই আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি।'

বাংলাদেশের বিজনেস কমিউনিটি এবং ব্র্যান্ড বিল্ডিং-এ সফলতা অর্জনকে স্বীকৃতি দিতে কাজ করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ বছর এ পুরস্কার দেওয়া হয়েছে নেলসন বাংলাদেশ পরিচালিত জরিপের ফলাফলের ভিত্তিতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড