• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাঁস হলো গ‍্যালাক্সি এ৮এস এর তথ্য ও ছবি

  অধিকার ডেস্ক    ০৯ ডিসেম্বর ২০১৮, ১৪:১১

গ‍্যালাক্সি এ৮এস
গ‍্যালাক্সি এ৮এস ফোন

আগামীকাল সোমবার (১০ নভেম্বর) উন্মোচন করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার জায়ান্ট স্যামসাংয়ের গ‍্যালাক্সি এ৮এস ফোন। তবে আনুষ্ঠানিকভাবে উন্মোচনের আগেই ফোন বিষয়ক ওয়েবসাইট টিনায় প্রকাশ পেয়েছে ডিভাইসটি কনফিগারেশন তথ‍্য ও ছবি। ছবিতে দেখা গেছে, এ৮এস এর পেছনে তিনটি ক‍্যামেরা ও ফ্ল‍্যাশ রয়েছে। আর ফিজিক‍্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও দেখা গেছে ছবিতে।

জানা গেছে, ডিভাইসটিতে ডিসপ্লে রয়েছে ৬ দশমিক ৩৯ ইঞ্চি এবং এর রেজুলেশন ২৩৪০×১০৮০ পিক্সেল। এর রয়েছে ৭১০ প্রসেসর সমৃদ্ধ ২ দশমিক ২ গিগাহার্টজ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন।

ডিভাইসটি ৬ ও ৮ গিগাবাইট র‍্যামের সংস্করণে পাওয়া যাবে।আর ইন্টারনাল মেমোরি এবং মাইক্রোএসডি কার্ড থাকবে ১২৮ গিগাবাইট।

ডিভাইসটিতে ছবি তোলার জন্য রয়েছে ২৪, ৫ এবং ১০ মেগাপিক্সেলের ট্রিপল ক‍্যামেরা সেটআপ এবং আকর্ষণীয় এলইডি ফ্ল‍্যাশ। সামনে সেলফি ও ভিডিও চ‍্যাটের জন্য রয়েছে ২৪ মেগাপিক্সেল ক‍্যামেরা।

অ‍্যান্ড্রয়েড ৮ দশমিক ১ ওরিও থাকবে অপারেটিং সিস্টেম হিসেবে। ৩ হাজার ৩০০ মিলিঅ‍্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি থাকবে এই ফোনটিতে। ডিভাইসটির ওজন ১৭৩ গ্রাম এবং পুরুত্ব ১৫৮ দশমকি ৪×৭৪ দশমকি ৯×৭ দশমকি ৪ মিলিমিটার।

এখন অপেক্ষা পালা, দেখা যাক ফাঁস হওয়ার তথ‍্যগুলো সত‍্যি কি না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড