• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেষ হলো ‘আইপিডিসি উদ্যোক্তা সম্মেলন ২০১৮’

  অধিকার ডেস্ক    ০৯ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৮

উদ্যোক্তা সম্মেলন
'আইপিডিসি উদ্যোক্তা সম্মেলন ২০১৮ (ছবি:সংগৃহীত)

বর্ণিল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে শেষ হলো 'আইপিডিসি উদ্যোক্তা সম্মেলন ২০১৮'। আয়োজকরা সম্মেলন শেষে দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য নতুন উদ্যোক্তা তৈরি করার আহ্বান জানান।

এই সামিটে কয়েকটি সেমিনার, কর্মশালা এবং পণ্য ও সেবার প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে অন্তত ৩৫ উদ্যোক্তা তাদের পণ্যের পসরা সাজিয়েছিলেন।

প্রথমদিনে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

প্রথম দিনেই তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়। এগুলোর শিরোনাম ছিল ‘রিড দ্য ইনভেস্টর মাইন্ড’, স্টার্ট ইওর স্টার্টআপ’ এবং ‘এক্সপান্ড দ্য হরিজন’। সেমিনার তিনটিতে অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা।

আর দ্বিতীয় দিনে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, ফেসবুক মার্কেটিং কর্মশালা, অ্যাফিলিয়েট মার্কেটিং কর্মশালা, এক্সপ্লোরিং অ্যান্ড লিভারেজিং আইসিটিসহ আরও কিছু সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, শুক্রবার থেকে রাজধানীর এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয় দুই দিনব্যাপী ‘আইপিডিসি উদ্যোক্তা সামিট ২০১৮’। এর আয়োজন করে যৌথভাবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোক্তা কার্যক্রম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড