• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্মার্টটেবিল ‘স্মার্টডেক্স’

  অধিকার ডেস্ক    ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:০৪

স্মার্টডেস্ক
স্মার্ট টেবিল এর নামকরণ করা হয়েছে স্মার্টডেস্ক

আধুনিক প্রযুক্তির প্রায় সব সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যামট্রেক্স নিয়ে এসেছে স্মার্ট টেবিল। নাম দেওয়া হয়েছে স্মার্টডেস্ক।

এই টেবিলের সাথে কম্পিউটারসহ নানা ডিভাইস যুক্ত করা হয়েছে। তিনটি ২৪ ইঞ্চি টাচস্ক্রিন মনিটরও যুক্ত করা হয়েছে।

ফোন কল করার বিশেষ সুবিধা রাখা হয়েছে এই টেবিলে। আর ব্লুটুথ হেডফোনের মাধ্যমে গানও শোনার ব্যবস্থা রয়েছে। তারহীনভাবেই ফোনে চার্জ দেওয়ার সুবিধা রাখা হয়েছে।

শুধু এখানেই শেষ নয়। ব্যবহারকারীর উচ্চতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবেই সেট হতে পারবে এই স্মার্টডেস্ক।

ক্যামট্রেক্স জানিয়েছে, এই টেবিলের সব কাজই তারবিহীনভাবে করা যাবে। তবে দেওয়ালের বিদ্যুৎ সংযোগের সঙ্গে শুধু একটি তার যুক্ত থাকবে।

এতে আছে অষ্টম প্রজন্মের ইনটেল কোর আই৭ প্রসেসর, ১৬ জিবি র‌্যাম, ২৫৬জিবি এসএসডি, এক টেরাবাইট এইচডিডি, জিটিএক্স ১০৫০ গ্রাফিক্স কার্ড ।

এছাড়া আছে উচ্চ রেজ্যুলেশনের ক্যামেরা, একাধিক ইউএসবি, ১০ ওয়াট ক্ষমতা সম্পন্ন দ্রুত চার্জিং, পোর্টসহ অনেক কিছু।

এই স্মার্টডেস্কের দাম নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৭৮ হাজার টাকা থেকে শুরু করে চার লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড