• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘরে বসেই অ্যাপে নির্ণয় করা যাবে রক্তস্বল্পতা!

  অধিকার ডেস্ক    ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:৪২

রক্তস্বল্পতা
রক্তস্বল্পতা নির্ণয় করবে অ্যাপ (ছবি:সংগৃহীত)

এখন আর ল্যাবরেটরিতে গিয়ে রক্ত পরীক্ষা করা লাগবে না। ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে রক্ত পরীক্ষা করা যাবে।

মোবাইল ফোনের নতুন এই অ্যাপটি যুক্তরাষ্ট্রের ইমোরি ইউনিভার্সিটির গবেষকরা তৈরি করেছেন।

গবেষকরা জানান, কারও রক্তস্বল্পতা বা এনিমিয়া আছে কিনা, সেটি এই অ্যাপ নখের ছবি দেখেই বলে দেবে। যার ফলে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধেও চিকিৎসকরা সতর্ক হতে পারবেন।

অ্যাপ প্রস্তুতকারকরা বলেন, নখের ছবি তোলার পর এই অ্যাপ প্রথমে সেটি বিশ্লেষণ করবে। যদি কারো রক্তস্বল্পতা থাকে, তাহলে নখে ক্যামেরার ফ্লাশ পড়ে এক ধরনের সাদা দাগ তৈরি হবে। আর এই অ্যাপ স্ক্যানের মাধ্যমে সেসব দাগ খুঁটিয়ে বের করবে।

বিশেষজ্ঞরা ইতিমধ্যেই এই অ্যাপ পরীক্ষা করে সুফলও পেয়েছেন বলে জানা গেছে।

ইমোরি ইউনিভার্সিটির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডির শিক্ষার্থী রব মানিনো জানান, তিনি বেটা থ্যালাসেমিয়া রোগে ভুগছেন। রক্তে হিমোগ্লোবিন উৎপাদন এবং লোহিত কণিকায় তার রোগটি অক্সিজেন প্রবেশে বাধা দেয়।

এই রোগের একমাত্র চিকিৎসা হলো মাসে মাসে নতুন রক্ত নেওয়া। তাই রব এই ধরনের অ্যাপ তৈরিতে উৎসাহিত ছিলেন।

এই অ্যাপের মাধ্যমে আমরা ৩৩৭ জনের নখের ছবি সংগ্রহ করে বিশ্লেষণ ও তাদের রক্তপরীক্ষা করেছি বলে জানান রব। প্রত্যেকের রক্ত পরীক্ষার ফলের সঙ্গে অ্যাপের ফল মিলেছে বলেও উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড