• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগুন থেকে বাঁচাবে ‘নেট গার্ড ড্রোন’

  অধিকার ডেস্ক    ০৬ ডিসেম্বর ২০১৮, ১৬:১৫

ড্রোন
নেট গার্ড ড্রোন

আগুনে উদ্ধারকাজে এক অভিনব পদ্ধতির উদ্ভাবন করেছে চীনের ছাত্ররা। তারা এমন ড্রোনের নকশা করেছেন, যা উঁচু ভবনে আগুন লাগলে সেখান থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করবে।

চীনের স্কুল অব ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্টস এবং গুয়াংডং পলিটেকনিক ইউনিভার্সিটির কয়েকজন ছাত্র এই ড্রোন তৈরি করেছে। নাম দিয়েছে ‘নেট গার্ড ড্রোন’।

ড্রোন ব্যবহার করে তারা আগুনে আটকে ব্যক্তিদের উদ্ধার করতে শূন্যে তারের জাল পাতবে। পরে জালে লাফিয়ে পড়লে ব্যক্তিদের নিরাপদে নীচে নামিয়ে আনা যাবে।

এই জালটি পলিইউরিথিন নামের বিশেষ তন্তু দিয়ে তৈরি করা হয়েছে। অনায়াসে এই জাল একজন পূর্ণবয়স্ক মানুষের ভার বহন করতে পারবে।

আশা করা হচ্ছে, ড্রোনটি ব্যবহার করে ভবিষ্যতে শহরাঞ্চলে আগুনে হতাহতের ঘটনা অনেক কমিয়ে আনা যাবে।

জানা গেছে, চারটি শক্তিশালী রোটর ব্লেড দিয়ে ড্রোনটি তৈরি করা হয়েছে। যেকেউ সহজেই এর মাধ্যমে শূন্যে ভারসাম্য রাখতে পারবে।

এছাড়া এই ড্রোন নিজে নিজে উড়তে পারবে। আর জিপিআরএস ট্র্যাকারের মাধ্যমে এটি দূরে কোথাও আগুন লাগলে স্বয়ংক্রিয়ভাবেই খুঁজে বের করতে পারবে।

তখন নির্ভুল লোকেশনে গিয়ে আটকে পড়াদের কাছে সংকেত পাঠাবে এবং উদ্ধার করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড