• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষার্থীদের পছন্দের তালিকায় খাবারের চেয়ে এগিয়ে স্মার্টফোন!

  অধিকার ডেস্ক    ০৪ ডিসেম্বর ২০১৮, ১৪:০২

স্মার্টফোন
স্মার্টফোন আসক্তি

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাফেলো ইউনিভার্সিটির গবেষণায় দেখা গিয়েছে, শিক্ষার্থীদের স্মার্টফোন আসক্তি এতটাই বেড়েছে যে তারা ভালো খাবারের বদলে স্মার্টফোনকেই বেছে নিচ্ছে।

এই গবেষণায় স্মার্টফোন আসক্তি নিয়ে ১৮ থেকে ২২ বছর বয়সী ৭৬ জন শিক্ষার্থীর ওপর জরিপ চালানো হয়েছে।

গবেষণায় দেখা গিয়েছে, এই স্মার্টফোন আসক্তি শিক্ষার্থীদের নানা রকম ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে।

জরিপে শিক্ষার্থীদের ভালো খাবার অথবা স্মার্টফোন দুটোর একটিকে বেছে নিতে বলা হয়েছিল। কিন্তু দেখা গেছে প্রত্যেকেই ভালো খাবারের পরিবর্তে স্মার্টফোনকে বেছে নিয়েছে।

বাফেলো ইউনিভার্সিটির পিডিয়াট্রিকস বিভাগের ক্লিনিক্যাল সাইকোলজির ডক্টোরালের ছাত্রী সারা ও’ডনেল জানান, গবেষণার অংশ হিসেবে কয়েকজন শিক্ষার্থীকে খাবার ছাড়া তিন ঘণ্টা এবং ফোন ছাড়া দুই ঘণ্টা রাখা হয়েছিল।

পরে তাদের খাবার অথবা সময় অর্জনের জন্য কম্পিউটার ভিত্তিক কিছু কাজ দেওয়া হয়। কিন্তু দেখা যায়, বেশিরভাগ শিক্ষার্থীরা খাবারের চেয়ে ফোন ফিরে পাওয়ার জন্যই মোটিভেট করছিল। এমনকি তারা খাদ্য বঞ্চিত হতে রাজি কিন্তু স্মার্টফোন ছাড়া তারা চলতে পারবে না

অন্যদিকে, আরেক পরীক্ষায় দেখা যায় কয়েকজন শিক্ষার্থীকে তাদের পছন্দের ১০০ ক্যালরি সম্পন্ন কোনো স্ন্যাকস অথবা স্মার্টফোন বেছে নিতে বলা হয়েছিল। সেখানেও তারা ফোনের প্রতিই আকৃষ্ট হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড