• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছবিই বলে দেবে কার বয়স কত!

  অধিকার ডেস্ক    ২৮ নভেম্বর ২০১৮, ১৯:২৮

ছবি
ছবি দেখে বয়স নির্ণয় (ছবি: ইন্টারনেট)

অনেকেই আছেন যারা বয়স নিয়ে লুকোচুরি করেন। তারা নিজেদের বয়স সবার কাছে প্রকাশ করতে চান না। কিন্তু এবার প্রযুক্তিই বলে দেবে কার বয়স কত। অর্থাৎ প্রযুক্তির সাহায্যে ইচ্ছা করলে নিমিষেই জানা যাবে কারও বয়স।

সম্প্রতি হউট এআইর গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বা এআই প্রযুক্তি উদ্ভাবন করেছেন,যা মানুষের ছবি দেখে প্রকৃত বয়স বলে দিতে পারবে।

হউট এআই প্রায় আট হাজার মানুষের ছবির ওপর প্রকৃত বয়স গণনার এই প্রযুক্তিটি ব্যবহার করেছেন।আর ছবিতে মুখের ছোট কোনো অংশ দৃশ্যমান হলেও এটি সঠিকভাবেই বয়স জানিয়েছে। নতুন প্রযুক্তি ব্যবহারে শুধু সঠিক বয়স নির্ধারণ নয়,একই সাথে ত্বকের চিকিৎসাও আরও সঠিকভাবে করা সম্ভব হলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে হউট এআই জানিয়েছে, তারা হাই রেজ্যুলেশন ক্যামেরায় তোলা কিছু মানুষের ছবি নিয়ে এই গবেষণার কাজ করেছে। সেখানে তারা দেখতে পেয়েছেন, প্রত্যেক মানুষেরই চোখের কাছের ত্বকেই মূলত বয়সের ছাপ বেশি পড়ে। আর সেই স্থানের অবস্থা নিরুপণ করেই বয়স বলে দেওয়া সম্ভব বলে তারা মনে করছেন।

হউট এআইয়ের সিইও আনাসতাসিয়া জিওর্জিভাস্কায়া বলেন,এই প্রযুক্তি ভবিষ্যতে ত্বক ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত ব্যবসার দারুণ ভিত্তি তৈরি করবে। কারণ এর মাধ্যমে ত্বকের অনেক জৈবিক ক্রিয়া বোঝা যাবে। ফলে ত্বকের চিকিৎসার অনেক দ্বার উন্মুক্ত হবে।

(সূত্র : ডেইলি মেইল)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড